শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগর-রুনির হত্যাকারীর বিচার সরকারকে করতে হবে

মুহাম্মদ দিদারুল আলম : অপশক্তি-অপকর্মের বিরুদ্ধে সোচ্ছার ছিল বলেই সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করা হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র স্মরণ সভায় বক্তারা আরো বলেন, এদেশের সংবাদকর্মীরা বরাবরই দুর্নীতি-মাদক-অপকর্ম ও অপশক্তির বিরুদ্ধে তাদের কলমের শক্তিকে শাণিত রেখেছে। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, গত ৭ বছরে সাগর-রুনির খুনিদের গ্রেফতার না করে পুরস্কার হিসেবে চিহ্নিত খুনিদের বিদেশে পুনর্বাসিত করার সুযোগ করা হয়েছে।

বক্তারা বলেন, এদেশের শান্তপ্রিয় সংবাদ কর্মীরা সাগর-রুনির হত্যার বিচার চায় এবং সেটা দেশের প্রচলিত আইনে সরকারকে এ বিচার সম্পন্ন করতে হবে। এছাড়া দেশের সকল পেশাজীব্ িসংবাদকর্মীদের জীবন নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সোমবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) আয়োজিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) সভাপতি সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী। সাধারণ সম্পাদক আলমগীর নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ। প্রধান বক্তা ছিলেন ভাসানী ফাউন্ডেশনের সভাপতি শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান।

বক্তব্য রাখেন সিআরইউ’র সহ-সভাপতি হারাধন চৌধুরী, সৈয়দ মোস্তফা আলম মাসুম, প্রথম যুগ্ম সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, সহ-সম্পাদক পারভীন আকতার চৌধুরী, রিমন মুহুরী, শিব্বির আহমদ ওসমান, নারী বিষয়ক সম্পাদক রোজী চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু, সমীরণ পাল, রুশমিলা রহমান, অভিজিৎ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়