শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগর-রুনির হত্যাকারীর বিচার সরকারকে করতে হবে

মুহাম্মদ দিদারুল আলম : অপশক্তি-অপকর্মের বিরুদ্ধে সোচ্ছার ছিল বলেই সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করা হয়েছে উল্লেখ করে চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র স্মরণ সভায় বক্তারা আরো বলেন, এদেশের সংবাদকর্মীরা বরাবরই দুর্নীতি-মাদক-অপকর্ম ও অপশক্তির বিরুদ্ধে তাদের কলমের শক্তিকে শাণিত রেখেছে। বক্তারা দুঃখ প্রকাশ করে বলেন, গত ৭ বছরে সাগর-রুনির খুনিদের গ্রেফতার না করে পুরস্কার হিসেবে চিহ্নিত খুনিদের বিদেশে পুনর্বাসিত করার সুযোগ করা হয়েছে।

বক্তারা বলেন, এদেশের শান্তপ্রিয় সংবাদ কর্মীরা সাগর-রুনির হত্যার বিচার চায় এবং সেটা দেশের প্রচলিত আইনে সরকারকে এ বিচার সম্পন্ন করতে হবে। এছাড়া দেশের সকল পেশাজীব্ িসংবাদকর্মীদের জীবন নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
সোমবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) আয়োজিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির অষ্টম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ) সভাপতি সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী। সাধারণ সম্পাদক আলমগীর নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজল আহমদ। প্রধান বক্তা ছিলেন ভাসানী ফাউন্ডেশনের সভাপতি শ্রমিক নেতা সিদ্দিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম খান।

বক্তব্য রাখেন সিআরইউ’র সহ-সভাপতি হারাধন চৌধুরী, সৈয়দ মোস্তফা আলম মাসুম, প্রথম যুগ্ম সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, সহ-সম্পাদক পারভীন আকতার চৌধুরী, রিমন মুহুরী, শিব্বির আহমদ ওসমান, নারী বিষয়ক সম্পাদক রোজী চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য মোহাম্মদ হোসেন মিন্টু, সমীরণ পাল, রুশমিলা রহমান, অভিজিৎ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়