নূর মাজিদ : ব্রেক্সিটকে সামনে রেখে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা দেশটি থেকে বিপুল পরিমাণ আর্থিক স¤পদ ইউরোপীয় ইউনিয়নে স্থানান্তরে উৎসাহিত করছে। যার কারণেই খোদ ব্রিটিশ বানিজ্যিক কো¤পানিগুলো প্রায় ৮৩০ কোটি ইউরো বা ১ হাজার ৭৩ কোটি ডলারের বিনিয়োগ ইইউভুক্ত দেশগুলোতে সরিয়ে নিয়েছে। গত মঙ্গলবার লন্ডন স্কুল অব ইকোনমিক্স প্রকাশিত এক অর্থনৈতিক গবেষণা প্রতিবেদনে এই বিনিয়োগ স্থানান্তরের চিত্র উঠে আসে। সিএনবিসি, ইয়াহু নিউজ
প্রতিবেদন সুত্রে জানা যায়, ব্রেক্সিট ভোটের পর ইউরোপীয় ইউনিয়নে ব্রিটিশ কো¤পানিগুলোর সরাসরি বিদেশী বিনিয়োগের পরিমাণ ১২ শতাংশ বেড়েছে। এই বিনিয়োগগুলো আসলে যুক্তরাষ্ট্রের স্থানীয় অর্থনীতিতেই হওয়ার কথা ছিলো। ফলে এই সকল বিনিয়োগকে অর্থনৈতিক ক্ষতি হিসেবেই গন্য করা হচ্ছে।
একই সময়, ব্রেক্সিট ভোট পরবর্তী সময়ে ইইউ থেকে ব্রিটেনে আসা বিদেশী বিনিয়োগের পরিমাণ ১১ শতাংশ কমেছে। যার কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বেড়েছে আরো ৪৫২ কোটি মার্কিন ডলার । প্রতিবেদনটির লেখক ও গবেষকবৃন্দ ধারণা করছেন ব্রেক্সিট চুক্তি নিয়ে সমাধান না হলে দেশটি আরো বিপুল পরিমাণ বিনিয়োগ হারাবে। আগামী ২৯শে মার্চের ভেতর ব্রিটেনকে ইইউত্যাগ করতে হবে। হাতে সময় মাত্র ৫০ দিন। এরমধ্যেই ব্রেক্সিট চুক্তি নিয়ে সৃষ্ট অচলাবস্থার অবসান করতে ব্রিটিশ আইনপ্রণেতারা সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি ব্রেক্সিটচুক্তি প্রণয়নের লক্ষ্যে ব্যস্ত হয়ে উঠেছেন।