শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে জয় চায় মাশরাফিরা

এল আর বাদল : নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে এ যাবত ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, একটিতেও জয়ের দেখা পায়নি। সেই হতাশা মুছে ফেলতে এবার নতুন লড়াইয়ের আভাস দিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মোর্তুজা। সেই লক্ষ্যে বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে সাকিব ছাড়া লাল-সবুজের দেশ স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াইয়ে নামছে। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচ শুরু হবে।

নিউজিল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনে অবশ্য পেসাররাই প্রধান্য পাবে তা বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক মাশরাফি নিজেই পেস আক্রমণের নেতৃত্ব দিবেন সামনে থেকে। এরপর দেশের সেরা তরুণ পেসার মুস্তাফিজুর রহমান সঙ্গে রুবেল হোসেন তো থাকবেনই। চতুর্থ পেসার হিসেবে দলে দেখা যেতে পারে সাইফ উদ্দিনকে। এই চার পেসারের দলে স্পিনার হিসেবে কে জায়গা করে নেবেন? এই দৌড়ে এগিয়ে থাকবেন অবশ্য আরেক অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কারণ ব্যাটসম্যান তো থাকতেই হবে।

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবে অবশ্য লিটন দাস। এরপর মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানের খেলা অনেকটাই নিশ্চিত। তবে প্রস্তুতি ম্যাচে সাব্বির, মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহীম রান পেয়েছেন। কিন্তু সৌম্য ব্যর্থতার গ-ি থেকে বের হতে পারেননি। তাই মূল ম্যাচে সৌম্যের না থাকার সম্ভাবনাই বেশি। সেখানে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুনকে। আর বেশি চমক দেখাতে চাইলে খেলানো হতে পারে তরুণ অফস্পিনার নাঈম হাসানকেও।

নিউজিল্যান্ড মিশন বাংলাদেশ দলের প্রতিটি ক্রিকেটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই লড়াই শুরুর আড়ালে লুকিয়ে আছে মাশরাফির দলের বিশ্বকাপ পরীক্ষাও। আর তিন মাস পরেই ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। সেখানে কেমন হবে বাংলাদেশ দল? কারা শেষ পর্যন্ত জায়গা করে নিবে বিশ্বমঞ্চে লড়াইয়ে? নিউজিল্যান্ড সফরে থাকা ওয়ানডে দলে সুযোগ পাওয়া প্রতিটি সদস্যের জন্যই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

এখানে টিকে গেলেই অনেকটাই নিশ্চিত হবে বিশ্বকাপে খেলার আশা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ ২০১৭ সালে তিনটি দ্বি-পাক্ষিক সিরিজের একটিও জয়ের রেকর্ড নেই টাইগারদের। হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছিলো মাশরাফির দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়