শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডে জয় চায় মাশরাফিরা

এল আর বাদল : নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে এ যাবত ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, একটিতেও জয়ের দেখা পায়নি। সেই হতাশা মুছে ফেলতে এবার নতুন লড়াইয়ের আভাস দিলেন টাইগার দলপতি মাশরাফি বিন মোর্তুজা। সেই লক্ষ্যে বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে সাকিব ছাড়া লাল-সবুজের দেশ স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে লড়াইয়ে নামছে। বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচ শুরু হবে।

নিউজিল্যান্ডের পেস বান্ধব কন্ডিশনে অবশ্য পেসাররাই প্রধান্য পাবে তা বলার অপেক্ষা রাখে না। অধিনায়ক মাশরাফি নিজেই পেস আক্রমণের নেতৃত্ব দিবেন সামনে থেকে। এরপর দেশের সেরা তরুণ পেসার মুস্তাফিজুর রহমান সঙ্গে রুবেল হোসেন তো থাকবেনই। চতুর্থ পেসার হিসেবে দলে দেখা যেতে পারে সাইফ উদ্দিনকে। এই চার পেসারের দলে স্পিনার হিসেবে কে জায়গা করে নেবেন? এই দৌড়ে এগিয়ে থাকবেন অবশ্য আরেক অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কারণ ব্যাটসম্যান তো থাকতেই হবে।

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হবে অবশ্য লিটন দাস। এরপর মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাব্বির রহমানের খেলা অনেকটাই নিশ্চিত। তবে প্রস্তুতি ম্যাচে সাব্বির, মাহমুদ উল্লাহ ও মুশফিকুর রহীম রান পেয়েছেন। কিন্তু সৌম্য ব্যর্থতার গ-ি থেকে বের হতে পারেননি। তাই মূল ম্যাচে সৌম্যের না থাকার সম্ভাবনাই বেশি। সেখানে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ মিঠুনকে। আর বেশি চমক দেখাতে চাইলে খেলানো হতে পারে তরুণ অফস্পিনার নাঈম হাসানকেও।

নিউজিল্যান্ড মিশন বাংলাদেশ দলের প্রতিটি ক্রিকেটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এই লড়াই শুরুর আড়ালে লুকিয়ে আছে মাশরাফির দলের বিশ্বকাপ পরীক্ষাও। আর তিন মাস পরেই ইংল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। সেখানে কেমন হবে বাংলাদেশ দল? কারা শেষ পর্যন্ত জায়গা করে নিবে বিশ্বমঞ্চে লড়াইয়ে? নিউজিল্যান্ড সফরে থাকা ওয়ানডে দলে সুযোগ পাওয়া প্রতিটি সদস্যের জন্যই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

এখানে টিকে গেলেই অনেকটাই নিশ্চিত হবে বিশ্বকাপে খেলার আশা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ ২০১৭ সালে তিনটি দ্বি-পাক্ষিক সিরিজের একটিও জয়ের রেকর্ড নেই টাইগারদের। হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরেছিলো মাশরাফির দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়