শিরোনাম
◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: আজ প্রতীক বরাদ্দ, কাল থেকে শুরু প্রচারণা ◈ বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত ◈ জামায়াতের আমিরসহ ৮ নেতাকে নিরাপত্তা দিতে নির্দেশনা দিয়েছে ইসি ◈ ট্রাইব্যুনালে টবি ক্যাডম্যানের না থাকা নিয়ে আলোচনা, পাল্টাপাল্টি বক্তব্য ◈ মাদ্রাসায় বেড়েছে ছুটি ◈ আমার হাঁস যেন চুরি না হয়: রুমিন ফারহানা (ভিডিও) ◈ জঙ্গল সলিমপুর: চার দশকের দখল, সন্ত্রাস ও রক্তে গড়া ৩০ হাজার কোটি টাকার ‘নিষিদ্ধ ভূখণ্ড’ ◈ ক্ষমতায় গেলে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়ার ঘোষণা জামায়াতে ইসলামীর ◈ ৫৭ হাজার টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজ ◈ রাজধানীতে মিরপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষ, ১৬ জন কর্মী আহত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৬ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্থই লঙ্কান ক্রিকেটারদের দূরাবস্থার কারণ

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেটের দলীয় ও ব্যক্তিগত বাজে পারফরম্যান্সে ক্রমাগত অধঃপতনের মূল কারণ টাকাকে দায়ী করছেন দেশটির সাবেক লঙ্কান অফস্পিনার মুত্তিয়া মুরলিধরন।

মুরালিধরন লঙ্কান ক্রিকেটে শোচনীয় এ অবস্থাকে সহজভাবে মেনে নিতে পারছেন না। অধঃপতনের ব্যাখ্যায় তিনি বললেন, আমাদের কালে ক্রিকেটে অর্থের এত ঝনঝনানি ছিল না। তবে খেলাটির প্রতি দরদ ছিল। আবেগ নিয়ে খেলতাম। উইকেট নেওয়ার, রান করার তাগিদ ছিল। এখন সেসব নেই।

তিনি আরও বলেন, খেলার ধরনই বদলে গেছে। ক্রিকেটাররা অর্থের পেছনে ছুটলে খেলার মান পড়ে যায়। তাদের উদ্দেশে বলি, অর্থের পেছনে ছোটার দরকার নেই। সাফল্য এলে অর্থ, যশ, খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি-সব এমনিতেই মিলবে।
ক্রিকেটের এই কিংবন্তি আরও বলেন, দেশের ক্রিকেটে এখন কোনও প্রতিভা উঠে আসছে না। এটা অত্যন্ত চিন্তার বিষয়।

একজন কোচ বড়জোর রাস্তাটা দেখিয়ে দিতে পারেন। কিন্তু সাফল্য পেতে হলে নিজেকেই লড়তে হবে।
প্রসঙ্গত, ৯০ দশকে উঠতি ক্রিকেট খেলুড়ে দেশ ছিল শ্রীলঙ্কা। ’৯৬ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় দেশটি। সেই সঙ্গে ক্রিকেটের পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় লঙ্কানরা। সবকিছু ভালোই চলছিল। তবে হঠাৎই পথচ্যুত দেশটির ক্রিকেট। সেখানে এখন নানা অনিয়ম, দুর্নীতি, ফিক্সিং কেলেংকারিতে জর্জরিত খেলাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়