শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরে শিশুকে ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার

আরএইচ রফিক, বগুড়া : বগুড়ার শেরপুরের হাপুনিয়া এলাকায় প্রথম শ্রেণির শিশু কন্যা (৭)কে ধর্ষণের চেষ্টায় গেদা শেখ(৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে মহিপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের হাপুনিয়া গ্রামে আশরাফ আলীর প্রথম শ্রেণিতে পড়ুয়া শিশু কন্যা(৭) নিজ বাড়ী থেকে গত ১০ ফেব্রুয়ারি রোববার বিকাল ৪টার দিকে একই এলাকার মক্তব খানায় পড়তে যাচ্ছিল। এসময় পাশের বাড়ির মৃত জয়েন শেখের ছেলে ষাট বছর বয়সী গেদা শেখ ওই শিশু কন্যাকে মক্তবখানায় পৌছে দেয়ার কথা বলে কৌশলে তার লিচু বাগানে নিয়ে গিয়ে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে বাগানের পাশেই খেলারত অবস্থায় আহাদ ও মনির ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে দেখে চিৎকার করলে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে লম্পট বৃদ্ধকে হাতেনাতে ধরে ফেলে শিশুর বাড়িতে নিয়ে যায়। পরে ওই লম্পটের পরিবারের লোকজন কে বিচার পাইয়ে দিবে মর্মে কৌশলে বৃদ্ধকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর মা বিউটি খাতুন ওই রাতেই বাদি হয়ে শেরপুর থানায় অভিযোগ দায়ের করে। এঘটনায় থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার অভিযান চালিয়ে সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মহিপুর বাজার এলাকা থেকে ওই বৃদ্ধ লম্পট গেদা সেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শেরপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়