শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৪ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূছর্না ছড়ালো বর্ণবাদ বিরোধী গান ‘দিস ইজ আমেরিকা’, মঞ্চে চমক মিশেল ওবামার

লিহান লিমা: সঙ্গীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ৬১তম গ্র্যামি এওয়ার্ডে ‘সেরা গান’ ও ‘সেরা মিউজিক ভিডিও’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে রেকর্ড গড়েছে বর্ণবাদ বিরোধী গান ‘দিস ইজ আমেরিকা। রোববার রাতে ‘দ্য রেকর্ডিং একাডেমি’র আয়োজনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। রয়টার্স, ডেইলি মেইল, বিবিসি

এর বছরের গ্র্যামি মনোনায়নে নারীদের একক প্রাধান্য ছিলো। অ্যালিসিয়া কেসের উপস্থাপনায় গ্র্যামির মঞ্চ মাতান লেডি গাগা, কার্ডি বি, জেনিফার লোপেজ, ডায়ানা রোজ, ডলি পার্টন, মাইলি সাইরাস, জেনেলি মোনি, কেটি পেরি ও মুসগ্রেভসের মতো জনপ্রিয় তারকারা। এবারের গ্র্যামির মঞ্চের অন্যতম আকর্ষণ সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামার চমক জাগানিয়া উপস্থিতি। লেডি গাগা, জেনিয়ার লোপেজ, উপস্থাপক অ্যালিসিয়া কেস ও অভিনেত্রী জেদা পিনকেত স্মিথের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে নারী ক্ষমতায়নের বার্তা দেন তিনি।

‘দিস ইজ আমেরিকা’ ভিডিওয়ে পারফর্ম করে এ বছরের গ্র্যাামিতে ‘রেকর্ড অব দ্য ইয়ার’ এবং ‘সং অব দ্য ইয়ার’ খেতাব জেতেন অভিনেতা ডোনাল্ড গ্লোভার। চিল্ডিশ গ্যামবিনোর এই গানে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ, কুসংস্কার এবং বন্দুক সহিংসতার তীব্র নিন্দা জানানো হয়। এছাড়াও গ্লোভার ‘সেরা মিউজিক ভিডিও’ এবং ‘সেরা র‌্যাপ পারফরমেন্স’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন। লেডি গাগা তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পান। ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা ‘সেরা উদীয়মান তারকা’ এবং জনপ্রিয় র‌্যাপার কার্ডি বি ‘ইনভেনন অব প্রাইভেসি’র জন্য প্রথম নারী হিসেকে এককভাবে ‘সেরা র‌্যাপ অ্যালবাম’ পুরস্কার লাভ করেন। ‘গড প্ল্যান’ এর জন্য ‘সেরা র‌্যাপ গান’ এওয়ার্ড জেতেন কানাডিয়ান র‌্যাপার দৃক। ‘গোল্ডেন আওয়ার’ এর জন্য ‘বছরের সেরা এওয়ার্ড’ ক্যাটাগরিতে জেতেন কেসি মুসগ্রেভ। আরিয়ানা গ্রান্ডে ‘সুইটনার’ এর জন্য নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যামি জেতেন।

প্রসঙ্গত, সঙ্গীত শিল্পে অসাধারণ কৃতিত্বের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ন্যাশনাল আক্যাডেমি অফ রেকর্ডিং আর্টস এন্ড সাইন্সেস কর্তৃক প্রবর্তিত এ বার্ষিক পুরস্কার ১৯৫৮ সালে প্রবর্তিত হয়। ৩১ টি গ্র্যামি এওয়ার্ড নিয়ে সবচেয়ে বেশি পুরস্কৃত হয়েছেন স্যার জর্জ সল্টি। এলিসন ক্রস সবচেয়ে বেশি পুরস্কৃত নারী শিল্পী। যিনি ২৭ টা গ্র্যামি এওয়ার্ড পেয়েছেন। ইউ২ দলীয় হিসেবে সবচেয়ে বেশি সম্মানিত দল। যারা ২২ টি গ্র্যামি এওয়ার্ড জিতেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়