শিরোনাম
◈ উড্ডয়নের সময় পড়ে গেল চাকা, ৭‌১ যাত্রী নিয়ে শাহজালালে নিরাপদে অবতরণ ◈ গভীর রাতে সীমান্তে ৭৫০ জনকে পুশইন চেষ্টা, বিজিবি ও জনতার প্রতিরোধে পিছু হটলো বিএসএফ ◈ আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি, খেলবেন চিলি ও কলম্বিয়ার বিরুদ্ধে  ◈ রা‌শিয়ার `সম্রাট" বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র, দাম ৩৫ মি‌লিয়ন ডলার ◈ ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের ঝুঁকি আসলে কতটা? ◈ নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ ! ◈ ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, চারদিনে উত্তপ্ত সীমান্ত সংঘর্ষ ◈ এবার মমতাজের তৃতীয় স্বামী যে চাঞ্চল্যকর তথ্য দিলেন! ◈ মিশা সওদাগরকে ঘিরে ভাইরাল মারধরের ভিডিও ভুয়া, হাঁটুর অস্ত্রোপচারের জন্যই হাসপাতালে ◈ কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান 'উপহার': ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৭ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইটি সেক্টরের উন্নয়নে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি তৈরি হবে নতুন উদ্যোক্তা, বলছেন সংশ্লিষ্টরা

মোহাম্মদ মাসুদ : সরকারি উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় এগিয়ে চলেছে হাইটেক পার্ক নির্মাণ কাজ। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি ৫টি প্রতিষ্ঠান থেকে ১০ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে এ খাতে। সরকারি বেসরকারি এ উদ্যোগের ফলে আইটি সেক্টরের উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। ইনডিপিনডেন্ট নিউজ

দ্রুত এগিয়ে চলেছে কালিয়াকৈরে ৩৫৫ একর জমির ওপর স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটি। ইতিমধ্যে এর ৫০ ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। আইসিটি মন্ত্রনালয়ের তথ্য মতে, আগামী ২০৩০ সালের মধ্যে পুরো পার্কটির শতভাগ কাজ শেষ হবে। বিনিয়োগ হবে ৫০০ মিলিয়ন ডলার, কর্মসংস্থান হবে ১ লাখ লোকের।

বর্তমানে ৩৫৫ একরের পার্কটির ৭ একর জায়গায় টি-আরফোর মানের একটি ডেটা সেন্টারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ৯৭ একর জায়গায় ১৮ জন বিনিয়োগকারী তাদের কারখানা নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছেন। একইভাবে দেশের বিভিন্ন জেলায় চলছে ২৮টি হাইটেক পার্ক নির্মাণের কাজ।

সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও উদ্যোগ নিয়েছে দেশের বিভিন্ন জেলায় হাইটেক পার্ক তৈরির। বিদেশি বিনিয়োগ নিয়ে কাজ করেন লামিনাল গ্রুপ। তারা জানান, সম্প্রতি দুবাই ও মধ্যপ্রাচ্য ভিত্তিক উদ্যোক্তাদের সাথে সাক্ষাতে ৪৫ বিলিয়ন ডলারের বিনিযোগ চুক্তি হয়েছে বিভিন্ন প্রকল্পে। এর মধ্যে ১০ বিলিয়ন ডলার ব্যয় হবে ৬৪টি জেলায় হাইটেক পার্ক নির্মাণে।
বিদেশি বিনিয়োগকে স্বাগত জানিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান, এসব আইটি পার্ক থেকে বিশ্বের প্রায় ৫০টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়