শিরোনাম
◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌! ◈ ৮০ দেশে চীনা হ্যাকারদের হামলা, সব মার্কিন নাগরিকের তথ্য চীনের হাতে! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, পৃথক ম‌্যা‌চে বড় জয় স্পেন ও জার্মানির ◈ বিশ্বের শীর্ষ ৫ ধনী ব্যক্তি ও তাদের শিক্ষাগত যোগ্যতা! ◈ গঙ্গার পানি চুক্তি নিয়ে মঙ্গলবার দিল্লিতে আলোচনায় বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারত

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ দুপুর
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নদী ভাঙ্গন রোধে বাঁশের বেড়া ব্যবহারের উদ্যোগ

মঞ্জুর মোর্শেদ : নদী ভাঙ্গন রোধ ফরিদপুর নদী গবেষণা ইনস্টিউটিটে বাঁশের বেড়া ব্যবহারের উদ্যোগ নিয়েছে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট। শুকিয়ে যাওয়া গড়াই নদীর পাশ দিয়ে তৈরি করা হচ্ছে বাঁশের বেড়া। ভাঙ্গন প্রতিরোধে পরীক্ষামূলকভাবে নেয়া হয়েছে এ প্রকল্পটি। ২৪ নিউজ

২৫ ফুট লম্বা বাঁশের ১৩ ফুট থাকবে মাটির নিছে আর ১২ ফুট মাটির উপরে। এক ফুট পর পর থাকবে এক একটি বাঁশ। এতে করে নদীর গতিপথ পরিবর্তন হবে। ঠেকানো যাবে নদী ভাঙ্গন। এখানে প্রতি বছর নষ্ট হচ্ছে অনেক ফসলি জমি। জনৈক কৃষক জানান, এ প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় তাহলে এলাকার মানুষ অনেক আশার আলো পারে । অনাবাদি জমি আবাদ করে বিপুল ফসল উৎপাদন করা যাবে। এলাকার মানুষ দারিদ্রতার মতো বিশাল সমস্যা থেকে মুক্তি পাবে। শুধু নদী ভাঙ্গন রোধ নয় এখানে বের হবে প্রচুর ফসলি জমি , আর নদীর প্রভাহ বাড়বে, নদীও ঠিক থাকবে। এখানে বেঁলেমাটি দোআঁশ মাটি পলিমাটি জমে উর্বরতা বাড়বে । ফলে ফসল ফলাতে অনেক সুবিধা হবে বলে মনে করেন তারা।

নদী গবেষণা ইনস্টিটিউটের প্রকৌশলী মতিয়ার রহমান বলেন, বহুবার বিভিন্নভাবে কাজ হাতে নেয়া হয়েছে। কোনো সুফল আনতে পারেনি । বিভিন্ন জায়গায় এধরনের প্রকল্প নিয়ে সুফল হয়েছে। তাই আমরা এ প্রকল্পটি হাতে নিয়েছে আশা করি টেকসই ও মজবুত হবে। এলাকার সবচেয়ে বড় সমস্যাটি দূর হবে। বিশেষ করে এখানে পাংশা , রাজবাড়ি, বালিয়াকান্দিসহ ২৬ কি.মি এলাকার জনগণ উপকৃত হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়