শিরোনাম
◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৭ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার স্বাধীনতার মূলমন্ত্রকে ধ্বংস করেছে, বললেন রুমিন ফারহানা

কে এম নাহিদ : বিএনপির আন্তর্জাতিক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশ এখন আংশিক গণতন্ত্রের দেশ। জার্মান গবেষণা সংস্থার গবেষণা মতে বিশ্বে ৫টি দেশ যে দেশগুলো আস্তে আস্তে স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে বাংলাদেশ তার মধ্যে আছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউস এই গবেষণাকে কনফার্ম করে বলেছে, বিশ্ব গণতন্ত্রকে তিন ভাগে ভাগ করেছে, এক হলো মুক্ত গণতন্ত্র দুই আংশিক গণতন্ত্রের, আর তৃতীয় হলো কোন গণতন্ত্র নেই। বাংলাদেশ এখন আংশিক গণতন্ত্র দেশ। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হলো, কথিত মুক্তিযুদ্ধের দাবিদার মহাজোট সরকার স্বাধীনতার মূলমন্ত্রকে ধ্বংস করছে। শনিবার চ্যানেল আইর তৃতীয় মাত্রায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন ২৯ ডিসেম্বর রাতে দলীয় কিছু পুলিস ও প্রশাসনের অসাধু কর্মকর্তা কর্মচারির যোগসাজসে আর নির্বাচন কমিশনে একপক্ষীয় অবস্থানের কারণে, আজ প্রধানমন্ত্রী দেশ পরিচালনার ভার পেয়েছেন। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, নির্বাচন অংশগ্রহণমুলক হলে কি হবে, যদি বিশ্বস্ত না হয়। আমাদের মহাসচিবের তথ্য মতে দেশে বিএনপির ২৩ লক্ষ নেতাকর্মির নামে ৯৮ হাজার মামলা দিয়ে সারা দেশে একটা ভয়ের রাজত্ব কায়েম করে হীন স্বার্থ চরিতাথর্ করছে।

রুমিন ফারহানা বলেন, নির্বাচনের পর সব বিদেশি মিডিয়ায় এই প্রহসনের নির্বাচনের সংবাদ ফলাও করে প্রচার হলেও, ৫৭ ধারা আর ডিজিটাল সিকিউরিটি আইনের ভয়ে, কোন দেশি মিডিয়া এই সংবাদ প্রচার করেনি। টিআইবির প্রতিবেদনের মাধ্যমে কি দেখলাম তারা নির্বাচনের, যে অবস্থা পর্যালোচণা করে যে রির্পোট দিলো, সরকার কিন্তু টিআইবির গবেষণাকে কোন তথ্য মিথ্যা প্রমাণ করতে পারলো না। এতেই প্রমাণ হয় সরকার তার নড়বড়ে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়