সুজন কৈরী : রাজধানীর উত্তরার মেট্রোরেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, আগুনের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ডিপোর সিনো ট্রাক ওয়াটার টেন্ডার গাড়ীতে আগুন জ্বলছে। পরে দুটি ইউনিট আগুন নির্বাপনে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রনে আনে। দ্রুত আগুন নির্বাপণ করায় ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। তবে অল্পের জন্য বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুন লাগতে পারে।
এদিকে দ্রুত অগ্নিনির্বাপনে ব্যবস্থা নেওয়ার কারনে মেট্রোরেল ডিপোর সেফটি ডেপুটি ম্যানেজার মি.
ভিজিট ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান।