শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুগ্ধ, ঐশী ও রহুল বিপুল সম্ভাবনাময় তিন কবির গল্প

ফরিদ কবীর

মুগ্ধ অনেকটাই আমার মতো। প্রচারবিমুখ। ওর কবিতার বই বেরোনোর প্রথম দিন একটি টেলিভিশন চ্যানেল ওর ইন্টারভিউ নিতে চাইলে ও খুশি হওয়ার বদলে খুবই বিরক্ত হলো। আমার কানে কানে মুখ রেখে বললো, বাবা, আমার ইন্টারভিউ দিতে ইচ্ছে করছে না। লাইমলাইটে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমি বললাম, তোর তো ভাগ্য ভালো। বই প্রকাশের প্রথম দিনই টিভি চ্যানেল তোর ইন্টারভিউ করতে চাইছে। মুগ্ধ বললো, আমার ইন্টারভিউ করতে ভালো লাগে, দিতে ভালো লাগে না। যদিও শেষ পর্যন্ত একে একে চার-চারটি চ্যানেলে ওকে ইন্টারভিউ দিতে হলো। ইন্টারভিউ দেয়ার সময় অবশ্য মুগ্ধকে জড়তামুক্তই মনে হলো। সাবলীলভাবেই ও সাক্ষাৎকার দিচ্ছিলো। মেয়েটা কোন ফাঁকে কবি হয়ে উঠলো, কোন ফাঁকে এতোটা পরিণতও- সেটা আমার কাছে এখনো বিস্ময়েরই। মুগ্ধ ওর কবি জীবনটাও দারুণ উপভোগ করছে। প্রথম বই প্রকাশ নিয়ে আমাদের মতো উচ্ছ্বসিত ওর চাচ্চু সাজ্জাদ শরিফ ও বউমণি আসফিয়া আজিম শাওনও। শাওন ওর একটা মন্তব্যে লিখেছে, কবির বউ বা ভাতৃবধূ হওয়ার চেয়ে কবির চাচি হওয়া অনেক আনন্দের। তার এ মন্তব্যে মুগ্ধর প্রতি ওর যে ভালোবাসা প্রকাশ পেয়েছে, তার কোনো তুলনা নেই। মুগ্ধর প্রথম বই প্রকাশ উপলক্ষে শাওন মুগ্ধকে নৈশভোজে আপ্যায়িত করলো। মুগ্ধর মা-বাবা হওয়ার সুবাদে তাতে শামিল হওয়ার সুযোগ পেলাম আমরাও। মুগ্ধর বই বেরোনোর কারণে শাওন যেমন উচ্ছ্বসিত, তেমনভাবে আমি উচ্ছ্বসিত ঐশী ও রাহুলের কবিতার বই প্রকাশিত হওয়ায়। তিনজনের কবিতাই মন দিয়ে পড়েছি আমি। তিনজনের কবিতা তিন রকমের এবং তিনজনের কবিতাই খুব পরিণত। তিনজনই বিপুল সম্ভাবনাময়। এ সুযোগে জানিয়ে রাখি...। ১০ ফেব্রুয়ারি বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সে তিন কবির তিন কবিতা গ্রন্থের প্রকাশনা উৎসব। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কবি ও অনুবাদক রাজু আলাউদ্দিন ও আফতাব আহমদ। আপনি সেদিন আসছেন তো? বিশেষ করে, আমার সাংবাদিক বন্ধুদের আমন্ত্রণ জানাই আমাদের বাচ্চাদের এ অনুষ্ঠানটি প্রচারের জন্য। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়