আব্দুর রাজ্জাক : ভারতের নয়াদিল্লি রাজ্যের জাতীয় রাজধানী এলাকায় গত বৃহস্পতিবার সন্ধায় প্রচণ্ড শিলাবৃষ্টির আঘাতের খবর পাওয়া গেছে। এতে দিল্লির এই অংশের রাস্তা ও মাঠ-ঘাট প্রায় শিলায় ঢেঁকে গিয়েছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখে মাঠগুলোকে শিলাকেন্দ্র হিসেবে মনে হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস
#hailstorm in Dwarka Delhi. #Rain #Weathercloud #Weather #WeatherUpdate #WeatherForecast pic.twitter.com/rtsC0lZb1U
— Sumit Dookia (@sumitdookia) February 7, 2019
শিলাবৃষ্টির পর দিল্লির এই এলাকার তাপমাত্রা হঠাৎ করে নেমে যায় এবং সেখানে আবারো শিলাসহ ঝোড়োবৃষ্টি হতে পারে বলে দেশটির আবহাওয়া বিভাগ এক ঘোষণায় জানিয়েছে।
#Noida or a hill station?#hailstorm pic.twitter.com/ngA6AEvt42
— Sorabh Rastogi (@rastogi_sorabh) February 7, 2019
রাতের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর ছবি ছড়িয়ে পরে এবং অধিবাসীরা ফেসবুক ও টুইটার ব্যবহার করে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেয়। বৃহস্পতিবার হঠাৎ করেই শিলাবৃষ্টি শুরু হয় এবং পুরো এলাকা শিলায় ছেয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে।
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, ‘এর আগে কখনো এমন অবস্থা দেখেননি।’ তবে এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।