স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে রংপুরের জার্সিতে ভালো কোন স্কোর দাঁড় করাতে পারেনননি উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল। ১২ ম্যাচ খেলে এক ফিফটিতে করেছেন কেবল ২০৩ রান।
তবে ঘুমিয়ে থাকা গেইলও যে ভয়ংকর সেটা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে আর কে ভালো জানবে? সেজন্যই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দলে রাখা হয়েছে ক্যারিবীয় ব্যাটিং দানবকে!
ফেরানো মানে শুধুই ফেরানো নয়। উইন্ডিজ নির্বাচকদের দৃষ্টি বিশ্বকাপের দিকে। তারই প্রস্তুতি হিসেবে দলে ফেরানো হল গেইলকে।
গত বছর জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন গেইল। এরপর ভারত ও বাংলাদেশ সফরে ছিলেন না জাতীয় দলে। সাতমাস পর নিজেদের ভয়ংকর ওপেনারকে ফিরে পাওয়া তাই স্বস্তি বোর্ডের জন্য।
ইংল্যান্ডের বিপক্ষে বেশ কোমরবেধেই দল সাজাচ্ছে উইন্ডিজ। ওপেনিং সঙ্গী হিসেবে গেইল পাচ্ছেন আরেক মারকুটে ব্যাটসম্যান এভিন লুইসকে। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন বিপিএলে আলো ছড়ানো উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড :
জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, অ্যাশলি নার্স, কিমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, ওশানে থমাস।