বাংলা ট্রিবিউন : মানিকগঞ্জে ভোক্তা অধিকার আইনে দুই হাসপাতালকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ জরিমানা করেন।
আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ও ৪৫ ধারায় শহরের এ্যাপোলো হাসপাতালকে ২০ হাজার ও বাসস্ট্যান্ড এলাকার সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।