শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাত্ত্বিক ব্যাপারকে পাত্তাই দিচ্ছেন না ইমরুল

আবু সুফিয়ান শুভ: শুক্রবার সন্ধ্যায় বিপিএলের এবারের আসরের ফাইনালে মুখোমুখি হবে ঢাকা ও কুমিল্লা। ফাইনালের আগে মূল আলোচনার বিষয়ই দুই দলের অলরাউন্ডার। ইমরুলও ভাবছেন তাই, ‘অলরাউন্ডার যখন দলে বেশি থাকবে তখন শক্তিও অনেক বেশি থাকবে। কারণ আপনি অলরাউন্ডারদেরকে বেশি ব্যবহার করতে পারবেন। অপশনটি অনেক বেশি হয়ে যাবে। সাইফউদ্দিন, আফ্রিদি, পেরেরা তিন জন অলরাউন্ডার আছে কুমিল্লাতে। সাইফউদ্দিন শুরু থেকেই ভালো পারফর্ম করছে। আমার কাছে মনে হয় অলরাউন্ডারদের পারফরম্যান্সটি অনেক গুরুত্বপূর্ণ।’

তবে খাতা কলমের হিসেবে শক্তি বিচারে ঢাকার অলরাউন্ডারই এগিয়ে। কিন্তু তাত্ত্বিক এ ব্যাপারকে পাত্তাই দিচ্ছেন না ইমরুল। তার কারণটাও বলেছেন অধিনায়ক, ‘আমরা তাদের বিপক্ষে দুইটি ম্যাচ খেলেছি। আর এই দুই ম্যাচে কিন্তু চারটি অলরাউন্ডারই খেলিয়েছিল তারা। আমাদের কাছে সে দুই ম্যাচেই হেরেছে তারা। সুতরাং আমরা অতিরিক্ত কোনও পরিকল্পনা বা চিন্তা করছি না। মাঠে গেলে পরিস্থিতি কি হয়, সেই পরিস্থিতিই বলে দেয় যে মানুষ কিভাবে ফেস করতে হবে বা হ্যান্ডেল করতে হবে।’

নিজেদের শক্তির উপর ভরসা রেখেই ফাইনাল জয়ের প্রত্যয় ঝরে ইমরুলের কণ্ঠে, ‘আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। শহীদ আফ্রিদি আছে সে জানে, অনেক ক্রিকেট খেলেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। আপনারা জানেন যে সে প্রথম থেকেই ভালো বোলিং করে আসছে। আমি আশা করি সে কালকেও তেমন একটি ভালো পারফরম্যান্স উপহার দিবে। আমরা আমাদের শক্তি অনুযায়ী ঠিকমতো বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ একটি ফলাফল আসার সম্ভাবনা আছে।সূত্র: ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়