শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৫ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালের বিছানা থেকে ভক্তদেরকে সনুর বার্তা

মুসফিরাহ হাবীব: বলিউড সংগীতশিল্পী সনু নিগম আইসিইউতে ভর্তি হওয়ার খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়া ভেসে গেছে ভক্তদের কমেন্টের বন্যায়। প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন অনেকে। সেই ভক্তদের ভরসা দিতেই হাসপাতালের বিছানা থেকে দু’টো ছবি পোস্ট করে বার্তা পাঠিয়েছেন সনু।

লিখেছেন, “অ্যালার্জিতে ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়েছিলাম আমি। এখন অনেকটা সুস্থ। ভয়ের কোনো কারণ নেই।”

কয়েকদিন আগে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন সোনু নিগম। সেখানে সি-ফুড খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তার চোখ-মুখ ফুলতে শুরু করে। অবস্থা এতটাই গুরুতর হয় যে তড়িঘড়ি তাকে নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিইউতে ভর্তি করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

হাসপাতাল সূত্রে বলা হয়েছে, সি-ফুড থেকেই মারাত্মক অ্যালার্জি হয়েছে গায়কের। সোনুর পোস্ট করা দু’টো ছবির একটাতে দেখা গেছে, তার চোখ অসম্ভব ভাবে ফুলে আছে, অন্যটিতে তিনি মুখে মাস্ক পড়ে শুয়ে আছেন।

সনুর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। আর কিছুদিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। কিছুটা সুস্থ হওয়ার পর সনু নিজেই তার ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

লিখেছেন, “আপনাদের সবার ভালোবাসা ও প্রার্থনায় আমি এখন সুস্থ। আর কিছুদিনের মধ্যেই কনসার্টে আমাকে দেখা যাবে।” ভক্তদের সতর্ক করে সনু বলেন, “সি-ফুড খেয়েই এ দশা হয়েছে। সবাইকে বলছি অ্যালার্জিকে কখনো হালকা ভাবে নেবেন না। ঠিক সময় চিকিৎসা না হলে যে কী হত, ভাবতেও ভয় লাগছে। সবার সুস্থ ও রোগমুক্ত জীবন কামনা করি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়