শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি দেয়ার নামে প্রতারক চক্রের ৫ সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর মিরপুরের অরিজিন্যাল ১০ নম্বর এলাকায় বেনারশী পল্লীর দুই নম্বর গেইট সংলগ্ন বায়রা লাইফ ইন্স্যুরেন্সে চাকরি দেয়ার নাম করে ভুয়া প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব-৪। এ সময় প্রতারক চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে দিবাগত রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- চক্রের মুল হোতা আতাউর রহমান সুমন (৩৮), রোকন হোসেন (২৭), মনোয়ারা বেগম (৪১), মো. রুবেল (১৯) ও মো. শাহেদ(২৬)।

র‍্যাব-৪ এর সিপিসি-১ এর কমান্ডার মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ জানান, কয়েকজন প্রতারিত চাকরি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চক্রের ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে হাজার হাজার সিভি, ভুয়া রেজিস্ট্রার, মানি রিসিপ্ট, চক্রের ভুয়া এসএমএস এর কন্টেন্টসহ মোবাইল, প্রচুর চেকবই, ইন্সুইরেন্সের ভুয়া ফাইল ফর্ম ইত্যাদি জব্দ করা হয়।

তিনি জানান, বিভিন্ন স্থানে সাঁটানো বিজ্ঞাপন দেখে চাকরিপ্রার্থীরা চক্রের সদস্যদের সঙ্গে যোগাযেগ করলে টাকা দিয়ে ইন্সুরেন্স খোলার কথা জানায়। এ কথায় অনেক চাকরিপ্রার্থী ইন্সুরেন্স খুলে এবং তাদের ২ দিনের ভুয়া প্রশিক্ষণ দেয় চক্রটি। কিন্তু কিছুদিনের মধ্যেই প্রতারণার বিষয়টি বুঝতে পেরে যখন চাকরিপ্রার্থীরা টাকা ফেরত চায় অথবা এপয়েন্টমেন্ট লেটার চায়, তখন তাদের সাথে দুর্ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় চক্রটি। এভাবে ১০-১৫ দিন করে নতুন নতুন লোক দিয়ে চলতে থাকে তাদের প্রতারণার ব্যবসা। অভিযানকালে নুর ই নুর ইসলাম ওরফে মনির, মোখলেস ও হাবিব নামের অপর প্রতারকদের পাওয়া যায় নি। তবে তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রতারিত এক তরুণ বাদী হয়ে মামলা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়