আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আকন্দ (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রুবেল আকন্দ আদমদীঘি উপজেলার মুরইলের একরাম আকন্দের ছেলে। এব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আদমদীঘির মুরইল বাজার এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় মাদক ব্যবসায়ী রুবেলকে ২০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।