শিরোনাম
◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে ◈ ছাত্র সংসদ নির্বাচনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বিএনপি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের আস্থা ও অব্যাহত সহযোগিতা চান ডিআইজি রুহুল আমিন

মারুফুল আলম : পুলিশ সদর দপ্তরের ডিআইজি রুহুল আমিন বলেছেন, জঙ্গি দমনে তথ্য সংগ্রহসহ বিভিন্ন ব্যাপারে জনগণ পুলিশ বাহিনীকে সহযোগিতা করেছে। জনগণের সহযোগিতার কারণেই এসব কাজে সফলতা পাওয়া সম্ভব হয়েছে। মাদক নির্মূল হোক সবাই চায়, যার কারণে এ বিষয়েও জনগণের সহযোগিতা না পাওয়ার কারণ দেখি না। সোমবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, জনগণের যথেষ্ট আস্থা পুলিশ বাহিনীর ওপর। তবে আস্থার বিষয়ে একতরফাভাবে নেগেটিভ বা পজিটিভ কিছুই বলা যায় না, কারণ সব জায়গায় হয়তো এটি সমান না।

জনগণ যে কোনো সমস্যা নিয়ে নির্দ্বিধায় পুলিশের কাছে আসতে পারার মতো আস্থা বাড়ানোর বিশেষ কোনো কর্মসূচি পুলিশের আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি অবশ্যই চলমান একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি সবসময় চলে। আমরা সেজন্য বেশ কিছু নতুন উদ্যোগও নিয়েছি। যেমন বাংলাদেশ পুলিশকে অনলাইন বেসিস করা। বাংলাদেশের সকল থানাকে অনলাইন করার এই উদ্যোগটি এজন্যই নেয়া হচ্ছে, যেনো মানুষকে আরো বেশি সার্ভিস দেয়া যায়। এসব কিছু মূলত জনগণের আস্থা অর্জনের জন্যই।

‘পুলিশ-জনতা ঐক্য গড়ি মাদক-জঙ্গি নির্মূল করি’ শ্লোগানকে সামনে নিয়ে সোমবার থেকে শুরু পুলিশ সপ্তাহ। পুলিশ ডিআইজি বলেন, আমাদের প্রশিক্ষণের অন্যতম অংশ থাকে জনগণের সহযোগিতা নিয়ে কাজ করার ব্যাপারে। আমাদের দেশে ঘনবসতির কারণে জনগণের সহযোগিতা অন্য দেশ থেকে বেশি প্রয়োজন। বিষয়টি আমাদেরকে ট্রেনিং এর শুরুতেই শিক্ষা দেয়া হয়।  ডিআইজি আরো বলেন, পুলিশ বিচ্ছিন্ন দিক না; জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করবে। আমরা বিশেষ করে জঙ্গিবাদ দমন এবং মাদক বিরোধী অভিযানে সবসময় জনগণকে সঙ্গে চাই, বিগত সময়ে যেমনটি পেয়েছি। সেজন্যই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার এই শ্লোগানটা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়