শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০১৯, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের আস্থা ও অব্যাহত সহযোগিতা চান ডিআইজি রুহুল আমিন

মারুফুল আলম : পুলিশ সদর দপ্তরের ডিআইজি রুহুল আমিন বলেছেন, জঙ্গি দমনে তথ্য সংগ্রহসহ বিভিন্ন ব্যাপারে জনগণ পুলিশ বাহিনীকে সহযোগিতা করেছে। জনগণের সহযোগিতার কারণেই এসব কাজে সফলতা পাওয়া সম্ভব হয়েছে। মাদক নির্মূল হোক সবাই চায়, যার কারণে এ বিষয়েও জনগণের সহযোগিতা না পাওয়ার কারণ দেখি না। সোমবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, জনগণের যথেষ্ট আস্থা পুলিশ বাহিনীর ওপর। তবে আস্থার বিষয়ে একতরফাভাবে নেগেটিভ বা পজিটিভ কিছুই বলা যায় না, কারণ সব জায়গায় হয়তো এটি সমান না।

জনগণ যে কোনো সমস্যা নিয়ে নির্দ্বিধায় পুলিশের কাছে আসতে পারার মতো আস্থা বাড়ানোর বিশেষ কোনো কর্মসূচি পুলিশের আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটি অবশ্যই চলমান একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি সবসময় চলে। আমরা সেজন্য বেশ কিছু নতুন উদ্যোগও নিয়েছি। যেমন বাংলাদেশ পুলিশকে অনলাইন বেসিস করা। বাংলাদেশের সকল থানাকে অনলাইন করার এই উদ্যোগটি এজন্যই নেয়া হচ্ছে, যেনো মানুষকে আরো বেশি সার্ভিস দেয়া যায়। এসব কিছু মূলত জনগণের আস্থা অর্জনের জন্যই।

‘পুলিশ-জনতা ঐক্য গড়ি মাদক-জঙ্গি নির্মূল করি’ শ্লোগানকে সামনে নিয়ে সোমবার থেকে শুরু পুলিশ সপ্তাহ। পুলিশ ডিআইজি বলেন, আমাদের প্রশিক্ষণের অন্যতম অংশ থাকে জনগণের সহযোগিতা নিয়ে কাজ করার ব্যাপারে। আমাদের দেশে ঘনবসতির কারণে জনগণের সহযোগিতা অন্য দেশ থেকে বেশি প্রয়োজন। বিষয়টি আমাদেরকে ট্রেনিং এর শুরুতেই শিক্ষা দেয়া হয়।  ডিআইজি আরো বলেন, পুলিশ বিচ্ছিন্ন দিক না; জনগণকে সঙ্গে নিয়েই পুলিশ কাজ করবে। আমরা বিশেষ করে জঙ্গিবাদ দমন এবং মাদক বিরোধী অভিযানে সবসময় জনগণকে সঙ্গে চাই, বিগত সময়ে যেমনটি পেয়েছি। সেজন্যই জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার এই শ্লোগানটা দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়