শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৮ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০১৯, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষক ক্ষতিগ্রস্ত হলেও, টেন্ডারবাজদের উন্নয়ন হবে বললেন অধ্যাপক আশরাফ আলী আকন

রফিক আহমেদ : ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, কৃষক ক্ষতিগ্রস্ত হতে থাকলে দেশের নয়, টেন্ডারবাজ দুর্নীতিবাজদের উন্নয়ন হবে। এতে বেকারত্ব দূর হবে না। অশিক্ষা দূর হবে না। গতকাল বিকেলে ইসলামী কৃষক-মজুর আন্দোলন ঢাকা মহানগরীর ডেমরা থানা শাখা আয়োজিত ডেমরার অর্পিতা কমিউনিটি সেন্টারে নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইএবি’র রাজনৈতিক উপদেষ্টা বলেন, কৃষি প্রধান বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পরেও কৃষকরা ফসল উৎপাদন করে ক্ষতিগ্রস্ত হতে থাকলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে না। দেশের বৃহত্তর অংশ সুবিধা বঞ্চিত থেকেই যাবে। তিনি কৃষকের কান্না বন্ধ করে তাদের মুখে হাসি ফোটাতে ইসলামী কৃষক-মজুর আন্দোলনের ১৫ দফা দাবি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহবান জানান।
ইসলামী কৃষক-মজুর আন্দোলন ডেমরা থানা শাখার সভাপতি আলহাজ মো. জাফর উল্লাহ জেহাদীর সভাপতিত্বে ও মো. আসাদুজ্জামান আসাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন প্রমুখ।

মাও. ইমতিয়াজ আলম বলেন, একজন কৃষক অনেক সময় শ্রম অর্থ ব্যয় করে ফসল উৎপাদন করার পরেও তারা ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়েই যাচ্ছে। সরকার এসব বিষয় সম্পর্কে অবহিত থাকার পরেও কৃষকের লোকসান বন্ধ করতে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করছে না।

শহিদুল ইসলাম কবির বলেন, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা দুর্নীতিগ্রস্ত। যে কারণে মাঠ পর্যায়ের কৃষি উন্নয়ন কর্র্মতারা দায়িত্ব পালনে অবহেলা করছে, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নগরে হকার বৃদ্ধি পাচ্ছে। গ্রামের লোকেরা শহরে ভীর জমাচ্ছে। নগর জীবন বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়