স্পোর্টস ডেস্ক : কোপা দেল রে’তে বৃহস্পতিবার রাতে জিরোনার মাঠে ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে জেতে সান্তিয়াগো সোলারির দল। গত সপ্তাহে সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম পর্বে ৪-২ ব্যবধানে জিতেছিল তারা। করিম বেনজেমার জোড়া গোলে ফিরতি পর্বেও জিরোনাকে হারিয়ে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠেছে স্পেনের সফলতম ক্লাবটি।
ম্যাচ শুরুর ২৭তম মিনিটে ছন্দে থাকা বেনজেমার দারুণ গোলে এগিয়ে যায় রিয়াল। বাঁ দিকে এক জনকে কাটিয়ে দানি কারভাহালের সঙ্গে বল দেওয়া নেওয়া করে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে পাঠান তিনি।
৪৩তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের পাস পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ৭১তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে ঠা-া মাথায় জালে পাঠিয়ে ব্যবধান কমান স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রো পোরো। তবে এর পাঁচ মিনিট পরেই প্রায় ২০ গজ দূর থেকে জোরালো শটে গিরোনার জালে বল পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মার্কোস লরেন্তে। বাকি সময়ে গোলের দেখা পায়নি কোনো দলই।
স্প্যানিশ কাপে বুধবার রাতে সেভিয়াকে ফিরতি পর্বে ৬-১ গোলে উড়িয়ে দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে জিতে সেমি-ফাইনালে ওঠে বার্সেলোনা। শেষ চারে ওঠা অন্য দুই দল হলো ভালেন্সিয়া ও রিয়াল বেতিস।