শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের ওপর সমালোচকদের বিরুদ্ধে দমনমূলক আইন ব্যবহারের অভিযোগ

আব্দুর রাজ্জাক : শান্তিকামী সমালোচকদের বিরুদ্ধে মিয়ানমার সরকার দমনমূলক আইন ব্যবহার করছে। যদিও দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার পর বাক স্বাধীনতা রক্ষিত হবে বলে আশা করা হয়েছিলো। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইআরডব্লিউ)। রয়টার্স

‘ড্যাশড হোপস: দ্য ক্রিমিনালাইজেশন অব পিসফুল এক্সপ্রেশন ইন মিয়ানমার’ শিরোনামে প্রতিবেদনটিতে দেশটির সরকারের নিপীড়নমূলক আচরণের চিত্র তুলে ধরা হয়েছে। সুচি ২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকে মিয়ানমার সমালোচকদের জন্য আরো ভয়ানক হয়ে উঠতে শুরু করে। বিশেষ করে সাংবাদিকদের বিরুদ্ধে
দেশটির বিচার ব্যবস্থা দমনমূলক আইন প্রয়োগ করছে বলে এইআরডব্লিউ জানায়।

সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি একটি নতুন মিয়ানমার গঠনের প্রতিশ্রুতি দিলেও তাদের হাতে ক্ষমতা যাওয়ার পর থেকেই বাধ স্বাধীনতা হ্রাস পেতে শুরু করে। এখনো তারা শান্তিকামী সমালোচক ও প্রতিবাদকারীদের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। মুখে শান্তির কথা বললেও এখনো সমালোচকদের নির্যাতন-নিপীড়নে দেশটির পুরাতন আইনগুলো পরিবর্তনের কোন উদ্যোগই নেয়া হয়নি বলে এইচআরডব্লিউ অভিযোগ করে।

২০১৬ সাল থেকে এপর্যন্ত শুধু বাধ স্বাধীনতার বিরুদ্ধে মামলা হয়েছে ১৪০ টি এবং প্রতিটি মামলাই দায়ের করা হয়েছে দেশটির টেলিকমিউনিকেশন অ্যাক্টের অধিনে। যা সমালোচকদের দমনে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক সরকারের অন্যতম হাতিয়ার বলে অভিযোগ করেছেন সংস্থাটির এশিয়ার আইন বিষয়ক উপদেষ্টা লিন্দা লাখদির।

উল্লেখ্য, সুচি ক্ষমতায় থাকাবস্থায় দেশটির সেনাবাহিনীর গণহত্যার শিকার হয়েছে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠী ও নিধনযজ্ঞের শিকার হয়ে দেশ ছেড়েছে আরো ৮ লাখেরও বেশি রোহিঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়