শেখ আদনান ফাহাদ : মৃণাল হককে থামাতে হবে। এর আগে সুরেন্দ্র কুমার সিনহার কাছ থেকে অবৈধভাবে কয়েক কোটি টাকা নিয়ে জাতীয় ঈদগাহের সামনে অদ্ভুত থেমিসের মূর্তি করে দেশকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছিলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণেও দুর্নীতির অভিযোগ রয়েছে। এখানে দেখুন, ঢাকার সেলিব্রিটি জাদুঘরে কী বিশ্রীভাবেই না রবি ঠাকুর বানিয়েছেন। এটা যদি মেসি হয়, আমি তাহলে রোনালদো। শাহরুখ খান এই মূর্তি দেখলে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবেন, অভিনয় ভুলে যাবেন। দেশের মান-ইজ্জত বাঁচাতে হলে এই অদ্ভুত শিল্পীকে থামাতে হবে এখনই। দেশে বড় বড় শিল্পী থাকতে, এস কে সিনহার পেয়ারের লোক হওয়ার পরও মৃণাল হক এতো কাজ পায় কীভাবে? ফেসবুক থেকে