সুজন কৈরী : সাভারের চাঞ্চল্যকর ১২ বছর বয়সী মেয়েকে চারদিন আটক রেখে ধর্ষন মামলার প্রধান আসামী বিল্লালকে ধামরাই থেকে গ্রেফতার করেছে র্যাব-৪। বুধবার সন্ধ্যায় ধামরাইয়ের শরিফবাগ এলাকা থেকে বিল্লালকে গ্রেফতার করে র্যাব-৪ এর সিপিসি-২।
র্যাব-৪ এর সিপিসি-২ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, গত ৭ জানুয়ারি রাতে ভুক্তভোগী কিশোরী বাড়ী থেকে ১শ’ গজ দূরে জনৈক ফজলু মিয়ার দোকানে যায়। ওই সময় বিল্লাল তাকে কথা আছে বলে দোকানের পাশে ডেকে নেয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই বিল্লাল ভুক্তভোগী মেয়ের মুখ চেপে ধরে তার অজ্ঞাত অন্য সহযোগীদের সহায়তায় অজ্ঞাত ১টি মাইক্রোবাসে জোর করে তুলে অজ্ঞাত স্থানে অপহরণ করে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে জোর করে ধর্ষণ করে। পরে স্থানীয় ভাবে এ বিষয়ে আপোষ মীমাংসা কথাবার্তা হলে বিল্লাল ভুক্তভোগীকে ১১ জানুয়ারি রাতে বাবার ভাড়া বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়ভাবে আপোষ মীমাংসা না হওয়ায় ভিকটিমের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং- ৫৭) করেন।
মেজর আব্দুল হাকিম বলেন, ঘটনার কয়েকদিন পর এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে র্যাব-৪ এর নবীনগর সাভার ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগে ভিত্তিতে র্যাব তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে ধামরাইয়ের শরিফবাগ এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে গ্রেফতার করা হয়।