শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৯, ১২:৫৭ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৯, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লড়াই করে সিলেটের বিরুদ্ধে রাজশাহীর জয়

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিরুদ্ধে রাজশাহীর লড়াইটা বেশ ভালই হয়েছে। ইভান্সও ডেলকাটের দুদান্ত ব্যাটিংয়ে কষ্টের জয় পায় রাজশাশী কিংস। প্লে-অফে খেলার আশা সুতোর ওপর ঝুললেও শেষ হয়ে যায়নি রাজশাহী কিংসের। সিলেটের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে রাজশাহীর জয় ছয়টিতে। ওদিকে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ জয় আছে ঢাকার। এই দিকে ঢাকার দুই হারের প্রার্থনাও করতে হবে রাজশাহী কিংসের। কারণ তাদের আবার নেট রান রেট বেশি।

রাজশাহীর বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৮৯ রান তুলেছে সিলেট। শুরুতে লিটন দাস ফিরে যান। জেসন রয় ও কিছু করতে পারেন নি। আফিফ ২৯ রান করে ফিরে যান। সাব্বির রহমান দারুণ এক ক্যাচে আউট হয়ে যাওয়ার আগে করেন ৪৫ রান। পুরানের সঙ্গে জুটি গড়েন তিনি। নিকোলাস পুরানকে ঠেকাতে পারেনি মেহেদি মিরাজের দল। তিনি খেলেন ৩১ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস। হার না মানা ওই ইনিংস খেলার পথে ছক্কা এবং চারের মার মারেন ছয়টি করে। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায় সিলেট।

রাজশাহীর ওপেনিং জুটিতে জাকির হাসানকে হারান দলীয় ১৬ রানের মাথায় । এরপর জনসন চার্লস একাই দলকে এগিয়ে নিতে থাকেন। তিনি ২৬ বলে ৩৯ রান করে অলক কাপালির বলে আউট হয়ে ফিরে যান। দলের হয়ে লরি ইভান্স ও রেন টেন ডেলর্কাট দলকে জয়ের কিনারায় নিয়ে যান। দলের পক্ষে লরি ইভান্স করেন ৩৬ বলে ৭৬ রান যা দলের পক্ষে সর্বোচ্চ রান। ডেলকাট ও করেন ১৮ বলে ৪২ রানের এক ছন্দময় ইনিংস। ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছেন মিরাজ বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়