শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:০৮ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৯, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিয়েন রোবেন যোগ দিচ্ছেন জে লিগে?

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুম শেষেই বায়ার্ন মিউনিখ ছাড়বেন আরিয়েন রোবেন। তবে তিনি ফুটবলকে এখনই বিদায় বলছেন না। খেলাটা চালিয়ে যাবেন আরো কিছুদিন। বায়ার্ন ছেড়ে তবে বাকি সময়টা কোথায় কাটাবেন ডাচ উইঙ্গার?

ইউরোপের সংবাদমাধ্যমে গুজব, বায়ার্ন ছেড়ে রোবেন যাবেন জাপানি জে-লিগের এফসি টোকিও ক্লাবে।

৩৫ বছর বয়সী সুপারস্টার আগেই ঘোষণা দিয়েছেন, বাভারিয়ানদের হয়ে চলতি মৌসুমই শেষ তার। মিউনিখের ক্লাবটির হয়ে সাতটি জার্মান বুন্দেসলিগা জিতেছেন, হয়তো চলতি মৌসুম শেষে নামের পাশে যোগ হতে পারে আরেকটি লিগ শিরোপা। নেদারল্যান্ডস জাতীয় দলের হয়েও প্রায় ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে রোবেনের।

খবর সত্য হলে, জে-লিগে আরেক হাইপ্রোফাইল তারকা হিসেবে যোগ দিচ্ছেন রোবেন। সম্প্রতি এ লিগে নাম লিখিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রেস ইনিয়েস্তা ও সাবেক জার্মান স্ট্রাইকার লুকাস পোডলস্কি। ইনিয়েস্তার বিশ্বকাপজয়ী দলের সতীর্থ ফার্নান্দো তোরেসও খেলছেন জে-লিগে, দলের নাম সাগান তোসু।

জাপানের দ্য স্পোর্টস নিপ্পন ডেইলি পত্রিকার দাবি, আগামী মৌসুমে জাপানের লিগে রোবেনের খেলার সম্ভাবনা খুবই উজ্জ্বল। তারা লিখেছে, ‘রোবেনের পরিবার তার জাপানে খেলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং একে বেশ ইতিবাচক হিসেবেও দেখছে। জাপানের অনেক ক্লাবই তাকে পেতে আগ্রহ প্রকাশ করছে, তবে রোবেনকে পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে এফসি টোকিও।

চেলসি ও রিয়াল মাদ্রিদে দুটি অধ্যায় কাটিয়ে আসার পর রোবেন ২০০৯ সালে ২৫ মিলিয়ন ইউরো ফিতে যোগ দেন বায়ার্ন মিউনিখে। সেই থেকে প্রায় এক দশক কাটিয়ে দিলেন বাভারিয়ানদের সঙ্গে। ২০১৩ সালে ওয়েম্বলি ফাইনালে তার জয়সূচক গোলেই বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নেয় বায়ার্ন। প্রথম মৌসুম খেলেই বুন্দেসলিগার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন রোবেন। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়