ফোরকান আহসান : ভিসি যদি এভাবে কথা বলেন কেমন হয়! তিনি এতো গর্বের সহিত এই বিষয়টিকে এমনভাবে সামনে নিয়ে আসলেন। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি কি সুযোগ-সুবিধা শিক্ষার্থীরা পেয়ে থাকেন তার খবর সম্ভবত মোটেও তিনি রাখেন না। গর্ব করার ধরন কি! কি উচ্চারণ! হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। কিছু মৌলিক বিষয়ে অবদান রেখে বা ইতিবাচক পরিবর্তন আনয়ন করে যদি তিনি এমন গর্ব করতেন তাহলে আমাদেরও গর্ব হতো!