রাশিদ রিয়াজ : ভারতের লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে বিরোধী দলকে পর্যুদস্ত করতে শিক্ষাব্যবস্থাকে হাতিয়ার করছে আপ সরকার। দিল্লির সরকারি স্কুলের জন্য ১১ হাজার নতুন ক্লাসরুমের উদ্বোধনকালে রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বক্তব্য শুরুর আগেই অভিভাবকদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাকি সন্তান, কাকে বেশি ভালবাসেন আপনি ?’ তিনি বলেন, ‘আপনি যদি আপনার সন্তানকে ভালবেসে থাকেন তাহলে তাদেরই ভোট দিন যারা আপনার সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য কাজ করছে। তবে, যদি আপনি আপনার সন্তানকে ভাল না বাসেন, তাহলে মোদিজিকে ভোট দিন যে গত পাঁচ বছরে একটিও ক্লাসরুমেরও উদ্বোধন করেনি। এরপর আপনাকেই বেছে নিতে হবে যে আপনি কি চান ? দেশ না মোদি ! কার প্রতি ভালবাসা বেশি আপনার।
এসময় ২০১৫ সালে আপ-কে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য সমাবেশে থাকা সকলকে ধন্যবাদ জানালেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোডিয়া। তিনি বলেন, ‘আপনারা যদি আমাদের ভোট না দিতেন তাহলে আজ আপনার কিংবা রাজ্যের জন্য কীভাবে কাজ করতাম আমরা ?’
একইসঙ্গে সিসোডিয়া আরও বলেন, ‘দিল্লির বাইরে গোটা দেশের উপর নজর দিয়ে দেখুন, সেখানে সকলে মন্দির-মসজিদ নিয়ে রাজনীতি করছে। কিন্তু আমরা কিন্তু সেই সমস্ত রাজনৈতিক লড়াইয়ের মধ্যে নেই। আমরা রাজ্যের উন্নয়নের উপরই বেশি নজর দিয়েছি সবসময়।’