দিরাই প্রতিনিধি: দিরাইয়ে হাওর রক্ষা বাঁধ কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাড়ে ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে ও কমিটির সদস্য সদস্য সচিব রিপন আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, কমিটির সদস্য পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সুহেল আহমদ, সদস্য সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সদস্য মনিটরিং কমিটির সদস্য উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজ উদ্দিন হোসেন, সদস্য ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, সৌম্য চৌধুরী, এহসান চৌধুরী, শিবলী আহমদ বেগ, আব্দুল কুদ্দুস, কমিটির সদস্য ব্র্যাকের উপজেলা সমন্বয়কারী পারুল আক্তার, সদস্য গণমাধ্যমকর্মী হাবিবুর রহমান তালুকদার, সদস্য উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, আওয়ামী লীগ নেতা তারিফ চৌধুরী, সদস্য উপজেলা কৃষক লীগ সভাপতি তাজুল ইসলাম, সদস্য গণমাধ্যমকর্মী মুজাহিদুল ইসলাম সর্দার, সদস্য কর্ণ চন্দ্র দাস। সভায় গুরুত্বপূর্ণ বাঁধ গুলোতে তদারকি বৃদ্ধি করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয় ও কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সদস্যবৃন্দ।