শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:৫৯ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় চলতি মৌসুমে চাষিদের মধ্যে বোরো চাষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা

রফিকুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাত উপজেলায় চলতি মৌসুমে চাষিদের মধ্যে বোরো চাষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। শীতের প্রকোপ কম থাকায় কৃষকরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। এবার জেলায় ১ লাখ ২৭ হাজার ৭৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে এবার বোরো চাষে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে গাইবান্ধা জেলায় ১ লাখ ২৭ হাজার ৭৪০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তারমধ্যে ১ লাখ ৯০৫ হেক্টর জমিতে উফসী, ২৬ হাজার ৩৯৯ হেক্টর জমিতে হাইব্রিড ও ৪৩৬ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান রোপন করা হচ্ছে। উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৫ লাখ ২১ হাজার ৭৮৯ মে. টন চাল।

বীজতলা স্থাপন করা হয়েছে ৭ হাজার ৬০৯ হেক্টর জমিতে। ইতিমধ্যে জেলায় ৪০ ভাগের বেশি জমিতে বোরো ধানের চারা লাগানো হয়েছে এবং আরও অধিক হারে চাষের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে।

কৃষকরা জানান, জেলায় প্রতিবছর বোরো ধানের বাম্পার ফলন হয়ে থাকে। এ মৌসুমে আবহাওয়া অনুকুলে রয়েছে। ফলে শীত এবং কুয়াশার প্রকোপ অনেক কম থাকায় বোরো ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে কম এবং চারাও সুস্থ সবল হয়েছে। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়