শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারিতে বিসিবির নতুন চুক্তি, বাড়বে ক্রিকেটার সংখ্যা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের বাৎসরিক চুক্তি অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসেই। এবারের কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বৃদ্ধি করা হবে। বিষয়টি নিশ্চিত করছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান। ফেব্রুয়ারিতে বিসিবির সভায় চূড়ান্ত করা হবে চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকাটি।

প্রতিবছর ১৫ থেকে ১৬ জন ক্রিকেটারকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রাখা হলেও গত বছর এই সংখ্যা কমিয়ে নিয়ে আনা হয়েছিল। শেষবার দশ জন ক্রিকেটারকে রাখা হলেও এবার সে সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা করছে বিসিবি। সোমবার সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আকরাম খান বলেন, ‘গতবার যেমন ছিল একজন দুইজন নতুন খেলোয়াড় ঢুকতে পারে।’

শৃঙ্খলা ভঙ্গ করে ছয় মাসের নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটার সাব্বির রহমান গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন। নির্বাসন শেষ হলেও পারফরমেন্স দিয়ে আবার তাকে চুক্তির অন্তর্ভুক্ত হতে হবে বলে জানিয়েছেন বিসিবি কর্মকর্তা।

বিশ্বকাপের পর টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসরের গুঞ্জন থাকলেও চুক্তিতে থাকছেন তিনি। এছাড়াও রুকি শ্রেণীতে থাকবেন নবীন দু-একজন ক্রিকেটার। আকরাম খানের ভাষায়, ‘মাশরাফি ওয়ানডে দলের অধিনায়ক। সে অবশ্যই থাকবে। সাব্বিরের বিষয়টি পারফরম্যান্সের ওপর নির্ভর করছে।’

অবসরের ভাবনা থাকলেও এ বছরও মাশরাফিকে রেখেই হবে নতুন চুক্তি। বড় কোনো পরিবর্তন নেই তাতে। রুকি ক্যাটাগরিতে থাকা লিটন দাস আসতে পারেন মূল চুক্তিতে। আর রুকি ক্যাটাগরিতে দেখা যেতে পারে লাল পোশাকে খেলা উদীয়মান কয়েকজনকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়