শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২টি হাউজিং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থিতাবস্থা

আমিন : গাজীপুরের কালীগঞ্জের ২২টি হাউজিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাল, নদী, পুকুর ও জলাশয় ভরাট করার অভিযোগে তাদের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ (রোববার) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ও পিস ফর বাংলাদেশ-এর রিটের উপর শুনানি শেষে এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী সাহা।

সংস্থার আইনজীবী মোনজিল মোরশেদ সাংবাদিকদের বলেন, আদালত আগামী দুই মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন সম্পর্কে গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দিতে বলেছেন।

মনজিল মোরসেদ বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের বিধান অনুসারে কোনো এলাকার জলাভূমি, জলাশয়, পুকুর দখল ও ভরাট সম্পূর্ণ নিষেধ। এরপরও কালিগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাট করে বিভিন্ন আবাসন কোম্পানি সাইনবোর্ড টানিয়ে মানুষকে প্রতারিত করছে।

হাউজিং কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পূর্বাঞ্চল ল্যান্ডস লি, এজি প্রোপাটিজ লি, নাভানা রিয়েল স্টেট, বিশ্বাস বিল্ডার্স লি, নিলাচল হাউজিং লি, বাগান বিলাস, রুপায়ন ল্যান্ডস লি, আদর্শ আইডিয়াল লি, তেপান্তর হাউজিং লি., মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং, মনজিল হাউজিং এন্ড ডেভেলপমেন্ট লি, শিকদার রয়েল সিটি, কপোতাক্ষ গ্রীণ সিটি, ডিভাইন হোল্ডিং লি, শতাব্দি হাইজিং, স্বর্ণ ছায়া রিয়েল স্টেট, ভিশন ২১ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড, ওশন হেভেন লি, এসএফএল চন্দ্রিমা লি, গ্রাম্প ইন্টারন্যাশনাল, নর্থ-সাউথ হাউজিং এবং ফেয়ার ডেল শিপিং লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়