শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২টি হাউজিং প্রতিষ্ঠানের কার্যক্রমে স্থিতাবস্থা

আমিন : গাজীপুরের কালীগঞ্জের ২২টি হাউজিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাল, নদী, পুকুর ও জলাশয় ভরাট করার অভিযোগে তাদের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ (রোববার) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ও পিস ফর বাংলাদেশ-এর রিটের উপর শুনানি শেষে এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী সাহা।

সংস্থার আইনজীবী মোনজিল মোরশেদ সাংবাদিকদের বলেন, আদালত আগামী দুই মাসের মধ্যে আদেশ বাস্তবায়ন সম্পর্কে গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দিতে বলেছেন।

মনজিল মোরসেদ বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইনের বিধান অনুসারে কোনো এলাকার জলাভূমি, জলাশয়, পুকুর দখল ও ভরাট সম্পূর্ণ নিষেধ। এরপরও কালিগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে জলাশয় ভরাট করে বিভিন্ন আবাসন কোম্পানি সাইনবোর্ড টানিয়ে মানুষকে প্রতারিত করছে।

হাউজিং কোম্পানিগুলো হলো- ইউনাইটেড পূর্বাঞ্চল ল্যান্ডস লি, এজি প্রোপাটিজ লি, নাভানা রিয়েল স্টেট, বিশ্বাস বিল্ডার্স লি, নিলাচল হাউজিং লি, বাগান বিলাস, রুপায়ন ল্যান্ডস লি, আদর্শ আইডিয়াল লি, তেপান্তর হাউজিং লি., মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং, মনজিল হাউজিং এন্ড ডেভেলপমেন্ট লি, শিকদার রয়েল সিটি, কপোতাক্ষ গ্রীণ সিটি, ডিভাইন হোল্ডিং লি, শতাব্দি হাইজিং, স্বর্ণ ছায়া রিয়েল স্টেট, ভিশন ২১ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেড, ওশন হেভেন লি, এসএফএল চন্দ্রিমা লি, গ্রাম্প ইন্টারন্যাশনাল, নর্থ-সাউথ হাউজিং এবং ফেয়ার ডেল শিপিং লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়