শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবলাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ড. আওলাদ

মো. ইউসুফ আলী বাচ্চু: ঢাকা-৪ আসন থেকে অবশেষে বাবলাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন এত্র আসনের আওয়ামী লীর বিদ্রোহী প্রার্থী ড. আওলাদ হোসেন। শনিবার বিকাল ৩টায় জুরাইনে নিজ বাড়ির সামনে আয়োজিত এক বিশাল সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলার উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

এসময় কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও ৫২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিম, শ্যামপুর থানা সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্মসাধারণ আকাশ ভৌমিক, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির, লিয়াকত মুক্তিসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বাবলা ড. আওলাদকে অভিনন্দন জানিয়ে বলেন, উনি এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি। আওলাদ সাহেব আমাকে সমর্থন দেয়ায়, আমার পাশে থাকায় আমার নির্বাচনী প্রচারণায় ব্যাপকতা বৃদ্ধি পাবে। আমি বিশ্বাস করি, এখন আমাদের বিজয় অতি দ্বারপ্রান্তে।

সমাবেশে ড. আওলাদ বলেন, আমি আমার নেত্রী শেখ হাসিনার প্রতি অনুগত। আমাদের নেত্রী এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে বাবলা সাহেবকে মনোনীত করেছেন। তাই আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। বাবলা সাহেবকে জয়ী করার জন্য এই মুহুর্ত থেকে মাঠে নেমে পড়লাম। ৩০ ডিসেম্বর বাবলা সাহেবকে বিজয়ী করে ঢাকা-৪ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিবো। পরে বাবলা ও আওলাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী জুরাইন এলাকায় গণসংযোগ করেন। দুপুর ১টায় মীর হাজিরবাগ চৌরাস্তায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন বাবলা। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু। বিকালে আলমবাগে এক জনসভায় বক্তব্য রাখেন বাবলা।

সভায় সভাপতিত্ব করেন স্খানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিম। সন্ধ্যায় শ্যামপুরের সালমান প্লাজার সামনে এক বিরাট নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সৈয়দ আবু হোসেন বাবলা। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান তাইজুল জনসভায় সভাপতিত্ব করেন। এদিকে সারাদিনব্যাপী আলমবাগ ও মেরাজনগরে গণসংযোগ করেন বাবলা পত্মী সালমা হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়