শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৫ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৮, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবলাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ড. আওলাদ

মো. ইউসুফ আলী বাচ্চু: ঢাকা-৪ আসন থেকে অবশেষে বাবলাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন এত্র আসনের আওয়ামী লীর বিদ্রোহী প্রার্থী ড. আওলাদ হোসেন। শনিবার বিকাল ৩টায় জুরাইনে নিজ বাড়ির সামনে আয়োজিত এক বিশাল সমাবেশে সৈয়দ আবু হোসেন বাবলার উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

এসময় কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি ও ৫২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিম, শ্যামপুর থানা সভাপতি তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্মসাধারণ আকাশ ভৌমিক, যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির, লিয়াকত মুক্তিসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বাবলা ড. আওলাদকে অভিনন্দন জানিয়ে বলেন, উনি এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি। আওলাদ সাহেব আমাকে সমর্থন দেয়ায়, আমার পাশে থাকায় আমার নির্বাচনী প্রচারণায় ব্যাপকতা বৃদ্ধি পাবে। আমি বিশ্বাস করি, এখন আমাদের বিজয় অতি দ্বারপ্রান্তে।

সমাবেশে ড. আওলাদ বলেন, আমি আমার নেত্রী শেখ হাসিনার প্রতি অনুগত। আমাদের নেত্রী এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে বাবলা সাহেবকে মনোনীত করেছেন। তাই আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। বাবলা সাহেবকে জয়ী করার জন্য এই মুহুর্ত থেকে মাঠে নেমে পড়লাম। ৩০ ডিসেম্বর বাবলা সাহেবকে বিজয়ী করে ঢাকা-৪ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিবো। পরে বাবলা ও আওলাদের নেতৃত্বে আওয়ামী লীগ ও জাপার বিপুলসংখ্যক নেতাকর্মী জুরাইন এলাকায় গণসংযোগ করেন। দুপুর ১টায় মীর হাজিরবাগ চৌরাস্তায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন বাবলা। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু। বিকালে আলমবাগে এক জনসভায় বক্তব্য রাখেন বাবলা।

সভায় সভাপতিত্ব করেন স্খানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাসিম। সন্ধ্যায় শ্যামপুরের সালমান প্লাজার সামনে এক বিরাট নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন সৈয়দ আবু হোসেন বাবলা। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান তাইজুল জনসভায় সভাপতিত্ব করেন। এদিকে সারাদিনব্যাপী আলমবাগ ও মেরাজনগরে গণসংযোগ করেন বাবলা পত্মী সালমা হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়