শিরোনাম
◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ ভোটের আগে জোট ও পর্দার আড়ালে ‘সমঝোতা’ ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’ ◈ খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও ◈ ফোন নজরদারিতে নতুন পদক্ষেপ: স্যাটেলাইট ট্র্যাকিং চালু করতে চায় ভারত ◈ মজুদ প্রচুর, তবুও দুই দিনে পেঁয়াজের দাম হঠাৎ বাড়ল ৪০ টাকা ◈ লবণ উৎপাদনে ধস: আমদানি অনুমতিতে দামপতন, বিপাকে চাষী–মিল মালিক ◈ খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে সিদ্ধান্ত আজ রাতে ◈ মান‌বিক সাহায্যের হাজার হাজার ত্রাণবাহী ট্রাক গাজার বারমুডা ট্রায়াঙ্গলে উধাও

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৮ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘টেলিফোনে রিটার্নিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে’

ডেস্ক রিপোর্ট : টেলিফোনে রিটার্নিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। তিনি বলেছেন, ‘নির্বাচন সামনে রেখে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে টেলিফোনের মাধ্যমে রিটার্নিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, ফোন করে হত্যারও হুমকি দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন। এসময় রিটার্নিং অফিসারদের নিরাপত্তায় তিনি পুলিশ প্রশাসনকে সর্তক থাকার নির্দেশনা দেন।

আব্দুল মান্নান বলেন, ‘নগরীর ৬টি আসনের রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বিধান করার দায়িত্ব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের। অন্যদিকে, নগরীর বাইরে চট্টগ্রামের অপর ১০টি আসনের রিটার্নিং অফিসারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ সুপারের। এ ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে হবে, যাতে প্রতিটি মুভমেন্টে রিটার্নিং অফিসাররা নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে পারেন।’

সভায় নকল ব্যালট পেপার নিয়ে শঙ্কার কথাও জানান বিভাগীয় কমিশনার। আব্দুল মান্নান বলেন, ‘ভোটের দিন দুর্বৃত্তরা পকেটে করে নকল ব্যালট পেপার এনে বাক্সে ঢুকিয়ে দিতে পারে। কোনটা আসল আর কোনটা নকল সেটা হয়তো প্রিজাইডিং অফিসাররা বুঝতে পারবেন না। তাই এ ধরনের কোনও অপকর্ম যাতে কেউ চালাতে না পারে, সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘নির্বাচনের দিন অথবা তার আগে-পরে দেশে যেকোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মাস্টারপ্ল্যান আছে, এমন সংবাদ বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি। যেকোনও অপরাধ ঠেকাতে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্র ও আশপাশে সতর্ক অবস্থায় থাকবে, টহল জোরদার করবে।’

সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়