শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৮ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘টেলিফোনে রিটার্নিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে’

ডেস্ক রিপোর্ট : টেলিফোনে রিটার্নিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। তিনি বলেছেন, ‘নির্বাচন সামনে রেখে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে টেলিফোনের মাধ্যমে রিটার্নিং অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, ফোন করে হত্যারও হুমকি দেওয়া হচ্ছে।’

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন। এসময় রিটার্নিং অফিসারদের নিরাপত্তায় তিনি পুলিশ প্রশাসনকে সর্তক থাকার নির্দেশনা দেন।

আব্দুল মান্নান বলেন, ‘নগরীর ৬টি আসনের রিটার্নিং অফিসারদের নিরাপত্তা বিধান করার দায়িত্ব চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের। অন্যদিকে, নগরীর বাইরে চট্টগ্রামের অপর ১০টি আসনের রিটার্নিং অফিসারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ সুপারের। এ ব্যাপারে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে হবে, যাতে প্রতিটি মুভমেন্টে রিটার্নিং অফিসাররা নিরাপত্তা বলয়ের মধ্যে থাকতে পারেন।’

সভায় নকল ব্যালট পেপার নিয়ে শঙ্কার কথাও জানান বিভাগীয় কমিশনার। আব্দুল মান্নান বলেন, ‘ভোটের দিন দুর্বৃত্তরা পকেটে করে নকল ব্যালট পেপার এনে বাক্সে ঢুকিয়ে দিতে পারে। কোনটা আসল আর কোনটা নকল সেটা হয়তো প্রিজাইডিং অফিসাররা বুঝতে পারবেন না। তাই এ ধরনের কোনও অপকর্ম যাতে কেউ চালাতে না পারে, সেদিকে সবার দৃষ্টি রাখতে হবে।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘নির্বাচনের দিন অথবা তার আগে-পরে দেশে যেকোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মাস্টারপ্ল্যান আছে, এমন সংবাদ বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি। যেকোনও অপরাধ ঠেকাতে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ভোটকেন্দ্র ও আশপাশে সতর্ক অবস্থায় থাকবে, টহল জোরদার করবে।’

সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়