শিরোনাম
◈ জামায়াতসহ আট দল একই দিনে নির্বাচন ও গণভোটের আ‌য়োজন মে‌নে নি‌লো  ◈ ফুটবল বিশ্বকাপে নতুন নিয়ম, ম্যাচের প্রতি অর্ধে ৩ মিনিটের পানি পানের বিরতি  ◈ যুব এশিয়া কাপের দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীতে দিনভর আন্দোলনে সাধারণ মানুষের ভোগান্তি, সমাধান কোন পথে ◈ লাতিন বাংলা সুপার কাপে আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে ড্র করলো বাংলাদেশ রেড গ্রিন ◈ সরকারি উন্নয়ন ব্যয় ও ব্যাংকঋণ কমায় বেসরকারি বিনিয়োগে মন্দা, অর্থনীতি স্থবির হওয়ার আশঙ্কা ◈ টানা চার দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে ◈ হাতে হ্যান্ডকাফ ও শেকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরও ৩১ বাংলাদেশিকে দেশে ফেরত ◈ সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু, একদিনে এলো ৪১৯ মেট্রিক টন পেঁয়াজ ◈ ওয়াজের মঞ্চে স্ট্রোক, হাসপাতালে বক্তার মৃত্যু

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নৌকা প্রতীকের প্রার্থী হাজী বাহারের অফিসিয়াল থিম সং দেখে আপ্লুত কুমিল্লাবাসী (ভিডিও)

মাহফুজ নান্টু: কুমিল্লা সদর -৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আ.ক.ম বাহা উদ্দিন বাহারের অফিসিয়াল থিম সং উদ্বোধন করা হয়। সোমবার রাত দশটায় হাজী বাহারের রাজনৈতিক কার্যালয় মুন্সেফ বাড়িতে শত সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে থিম সং এর ভিডিও প্রদর্শন করা হয়।

আগামীর সুখী সমৃদ্ধ কুমিল্লা বিনির্মাণে নৌকা প্রতীকের প্রার্থী হাজী বাহারের থিম সং দেখে আপ্লুত হয়ে পড়েন নগরবাসী। এমন সুখী সমৃদ্ধ ও উন্নত কুমিল্লাই চান কুমিল্লাবাসী।

এদিকে ভালো গ্রাফিক্স ও হাই রেজুলেশনে নির্মিত থিম সংয়ের সার কথা ছিলো কুমিল্লা এগুলো-এগুবে বাংলাদেশ। হৃদয় ছোয়া সুরে গানের বিভিন্ন চিত্রায়ণ হয় কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের লোকেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

এ ভিডিও গত ১৪ ঘন্টায় অর্ধ লক্ষাধিক লোক দেখেছেন।শেয়ার হয়েছে কুড়ি হাজারের বেশি। কমেন্ট করছেন এক হাজারের চেয়ে বেশি মানুষ।

এদিকে নৌকা প্রতিকের প্রার্থী হাজী বাহারের অফিসিয়াল থিম সং দেখে আবেগে আপ্লুত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ অসংখ্য মানুষজন তাদের অনভূতি ব্যক্ত করেন। তারা বলেন, স্বপ্নের সুখী সমৃদ্ধ কুমিল্লা গড়তে হাজী বাহারের বিকল্প নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়