রাশিদ রিয়াজ : ২০২৬ সাল নাগাদ ভারতে গুগল অন্তত ২০ হাজার কোটি ডলারের ব্যবসার লক্ষ্যমাত্রা নিয়ে বিশাল এক বিনিয়োগ পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। ভারতের অনলাইন বাজারে গুগলের মাধ্যমে কেনাকাটার জন্যে হিন্দি ও ইংরেজিতে ব্যবহারকারীদের সার্চের সুযোগ সৃষ্টি করে দিয়েছে গুগল। গুগলের অ্যাপ ব্যবহার করে অনলাইন বাজারে ক্রেতারা পৃথক শপিং হোমপেজের সুযোগ পাবেন। বছরে অন্তত ৪০ মিলিয়ন ভারতীয় ক্রেতা অনলাইন বাজারে কেনাকাটায় যুক্ত হচ্ছেন। এক বিবৃতিতে এসব তথ্য দিয়েছেন সুরজিৎ চ্যাটার্জি। সিএনএন
এখন থেকে ডেস্কটপের পাশাপাশি স্মার্টফোনের মাধ্যমে গুগল ভারতের কেনাকাটার সুযোগ করে দিচ্ছে। ভারতে আমাজন যে ব্যবসা করছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চাচ্ছে গুগল। এছাড়া ওয়ালমার্টের সহযোগী প্রতিষ্ঠান ফ্লিকপাটৃ ভারতের ই-কমার্স বাজারের ৪০ ভাগ এখনি নিয়ন্ত্রণ করছে। তাই গুগলকে শক্ত প্রতিদ্বন্দ্বীদেরই মোকাবেলা করতে হবে। আমাজন ভারতের ৩২ ভাগ ই-কমার্স বাজার দখলে রেখেছে। তবে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলি বলছে ২০২৬ সালে ভারতের অনলাইন বাজার দাঁড়াবে ২’শ বিলিয়নে। তাই এখন তথ্যপ্রযুক্তি বহুজাতিক কোম্পানিগুলোর লক্ষ্যই সেই বাজারের যতটা সম্ভব দখলে আনা।