শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৫ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০১৮, ০৩:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে বাড়ল বিজিএমইএ’র বর্তমান কমিটির মেয়াদ

স্বপ্না চক্রবর্তী : নানা বিতর্কের পর শেষ পর্যন্ত বাড়ল তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন (বিজিএমইএ) বর্তমান কমিটির মেয়াদ। আরও এক মাস তারা অতিরিক্ত দায়িত্ব পালন করবে মর্মে সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে করে বর্তমান কমিটির মেয়াদ মার্চে শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হচ্ছে এপ্রিলে।

বাণিজ্যমন্ত্রাণালয় সূত্রে জানা যায়, ১৭ডিসেম্বরের পর এই সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও জাতীয় নির্বাচনসহ পোশাক খাতের চলমান অস্থিরতা সংক্রান্ত জটিলতায় তা এর আগেই নেওয়া হয়েছে। বর্তমান কমিটি সমঝোতার ভিত্তিতে দুই বছরের জায়গায় সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করছে। তাদের আগামী ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও নির্বাচনি আপিল বোর্ড গঠন করার কথা। কিন্তু তা না করে নতুন করে এক বছর মেয়াদ বাড়ানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে দৌড়ঝাঁপ করেন কমিটির নেতারা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এক বছরের জায়গায় মাত্র এক মাস সময় দিয়েছে। বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করে দুটি বড় পক্ষ-সম্মিলিত পরিষদ ও ফোরাম। উভয় পক্ষের মধ্যে চুক্তি অনুযায়ী, বিজিএমইএ’র পরবর্তী সভাপতি হওয়ার কথা ফোরাম থেকে। বর্তমান কমিটির মেয়াদ বাড়ানোর তৎপরতার খবর বাণিজ্যমন্ত্রীর কাছে নালিশ হিসেবে নিয়ে যান কয়েকজন ফোরাম নেতা। তারা মেয়াদ না বাড়িয়ে বর্তমান কমিটিকে দ্রুত নির্বাচন ও আপিল বোর্ড গঠন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশ দিতে মন্ত্রণালয়কে অনুরোধ করেন। এরই প্রেক্ষিতে মন্ত্রণালয় এরকম সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়