স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি কেরামুদ্দীন করিমকে ৯০ দিনের জন্য সাময়িক নিষিদ্ধ করেছে ফিফা।
নারী ফুটবলারদের যৌন ও শারীরিক লাঞ্ছনার অভিযোগে তাকে এ শাস্তি দেয়া হয়। তবে, অভিযোগের আকার বুঝে শাস্তির মেয়াদ আরও বাড়তে পারে বলে বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থাটি।
বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ না করলেও ফিফা জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে আরও কঠিন শাস্তি পেতে পারেন কেরামুদ্দীন করিম।
এর আগে, গত নভেম্বরে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে আফগানিস্তান নারী ফুটবল দলের একাধিক ফুটবলার ফেডারেশনের কর্মকর্তা দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে উল্লেখ করা হয়। এরপরই নড়েচড়ে বসে ফিফা ও আফগান সরকার। প্রতিবেদনের পরপরই তাৎক্ষণিকভাবে অভিযোগের তদন্ত করার নির্দেশ দেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। -দ্য গার্ডিয়ান