শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৮ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বত্য সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

সুজন কৈরী : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম খাগড়াছড়ির সেক্টরের সবচেয়ে দুর্গম উত্তর লক্কাছড়া ও কান্তালং বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে বিজিবি প্রধান বিওপি দু’টি পরিদর্শন করেন। নিয়মিত সীমান্ত পরিদর্শনের অংশ হিসেবে তিনি এই পরিদর্শনে যান।

মঙ্গলবার সন্ধ্যায় বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. মহসিন রেজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, ব্যাটালিয়ন সদর দফতর থেকে পায়ে হেটে দুর্গম এ দুটি বিওপিতে যেতে ৪-৫ দিন সময় লাগে। হেলিকপ্টারে বিওপি দুটিতে মাসে ১-২ বার রেশন ও তাজা খাবার সরবরাহ করা হয়। বিজিবি প্রধানের নির্দেশে বিওপিতে যাওয়ার সুবিধার জন্যে পায়ে হেটে যাওয়ার রাস্তা নির্মান করা হচ্ছে। ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিজিবি নিজস্ব অর্থায়নে মোবাইল টাওয়ার স্থাপন করা হচ্ছে। বিদ্যুৎ না থাকায় সৌরবিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। বিজিবি মহাপরিচালক এসব উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এছাড়া ব্যাটালিয়ন অধিনায়কদের আরো নতুন উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি।

বিজিবি মহাপরিচালক এ সময় বিজিবির এয়ার উইং সৃষ্টি করা হয়েছে বলে জানান। খুব শিঘ্রই দুটি হেলিকপ্টার কেনার কথাও বলেন তিনি। এতে সীমান্তের দুর্গম এলাকায় বিওপিগুলোতে সহায়তা প্রদান আরো সহজ হবে। বিওপির অপারেশন ও প্রশাসনিক দক্ষতা আরো বৃদ্ধি পাবে।

পরিদর্শনের সময় দক্ষিণ-পূর্ব রিজিয়ন, চট্টগ্রামের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়