শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইমের ‘২০১৮ সালের সেরা ব্যক্তিত্বের’ একজন জামাল খাসোগজি

লিহান লিমা: টাইম ম্যাগাজিনের ‘২০১৮ সালের সেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন সৌদি সাংবাদিক জামাল খাসোগজি, মিয়ানমারের আটককৃত দুই সাংবাদিক, ফিলিপাইনের এক সাংবাদিক ও আনাপোলিয়ার সংবাদমাধ্যম ক্যাপিটাল গ্যাজেট। ‘দ্য গার্ডিয়ান এন্ড দ্য ওয়ার অন ট্রুথ’ শিরোনামে টাইমস সম্মান জানায় তাদের।

টাইমের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, এই বছর আমরা সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে ভয়ানক মূল্য দেয়া চার সাংবাদিক, জামাল খাসোগজি, মারিয়া রোসা, ওয়া লুন ও কেও সোয়ি ও এবং ক্যাপিটাল গেজেটের অবদানের স্বীকৃতি প্রদান করছি। ফেলসেনথাল লিখেন, ‘তারা সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে লড়াই করা অন্য সকল ব্যক্তির প্রতিনিধি। ২০১৮ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত মোট ৫২জন সাংবাদিক হত্যার শিকার হয়েছেন, তারা আমাদের সময়ের সত্য বলতে গিয়ে ঝুঁকি কাঁধে নিয়েছেন।’

সৌদি আরবের সমালোচক ও ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসোগজিকে অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যা করা হয়। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমালোচক র‌্যাপলারের সম্পাদক রেসাকে রাজনৈতিক মামলার শিকার। রোহিঙ্গা গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় মিয়ানমারে কারাভোগ করছেন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লুন ও কেও সোয়ি ও। আনাপোলিসের সংবাদমাধ্যম ক্যাপিটাল গেজেটের ৫ সাংবাদিক জুনে বন্দুকধারীর হামলায় নিহত হন।

১৯৭২ সাল থেকে বছরজুড়ে খবর ও বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করা ব্যক্তিদের স্বীকৃতি দিয়ে আসছে টাইম ম্যাগাজিন। এ বছর টাইমের দ্বিতীয় স্থানে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তৃতীয় স্থানে আচে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ক তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার। ইউএসএ টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়