Skip to main content

প্রার্থীদের হলফনামা খতিয়ে দেখবে দুদক

তরিকুল ইসলাম সুমন : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময় জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হলফনামায় সম্পদের মিথ্যা ও ভুল তথ্য দিলে তাও খতিয়ে দেখা হবে। এছাড়াও নির্বাচন কমিশনে প্রার্থী ও পরিবারের সদস্যদের জমা দেওয়া সম্পদ বিবরণীর তথ্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) থাকা তথ্যের সঙ্গেও মিলিয়ে দেখা হবে। তবে সব প্রক্রিয়াই হবে নির্বাচনের পর। মঙ্গলবার সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি আছে সত্য। তবে দেশের অনেক উন্নতি হয়েছে। মানুষ এখন দুর্নীতিমুক্ত দেশ চায়। এ লক্ষ্যেই দুদক কাজ করছে।

অন্যান্য সংবাদ