শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০৪:০২ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝুন : দাঁতভাঙা জবাব না দিন!

মাসুদ রানা, লন্ডন, ইংল্যান্ড থেকে

বাঙালি নাকি দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না। হতে পারে। কিন্তু বচনে দাঁতের ব্যবহার বাঙালি বেশ ব্যাপকভাবেই করে থাকে। যেমন, ‘দাঁতভাঙ্গা জবাব’Ñ বলে একটা কথা আছে বাংলায়। কথাটার নিঃসন্দেহে রূপক অর্থে ব্যবহৃত। কিন্তু এই রূপকেরও একটি যৌক্তিক অর্থ থাকা চাই। আমরা কি ভেবে দেখেছি, আসলে এর অর্থ কী? দাঁতভাঙ্গা জবাবের একটি অর্থ হতে পাওে যে, যাকে জবাব দেওয়া হবে, জবাব শুনে তার দাঁত  ভেঙে যাবে। কিন্তু বিষয়টি কি আদৌ যৌক্তিক? জবাব যিনি শ্রবণ করবেন, তাতে ভাঙার কিছু থাকলে সেটি তার কানে হতে পারে, দাঁতে হয় কী করে? লোকেরা কি দাঁত দিয়ে শোনে? নিশ্চয় নয়। ফলে, এই অর্থ গ্রহণযোগ্য নয়।

দ্বিতীয় অর্থ হতে পারে, যিনি জবাব দেবেন, সেটি এমনই কঠিন যে, তা বলতে গিয়ে তার দাঁত ভেঙে যাবে। যেমন, অনেকে বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে ব্যবহৃত শব্দ ও বাক্য পাঠ এতোই কঠিন যে, উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাওয়ার উপক্রম হয়। এটিও একটি রূপক এবং এর যুক্তি আছে। কারণ, উচ্চারণ করতে দাঁতের ব্যবহার করতে হয়। ফলে, এখানে যুক্তি আছে।

তো, আমরা দেখছি, দাঁত ভাঙা জবাব যিনি দেন, তিনি যেহেতু দাঁত ব্যবহার করে জবাব দেন, তাই দাঁতটা তারই ভাঙ্গে। যিনি জবাব শুনেন, তার দাঁত ভাঙতে পারে না। কারণ, তিনি জবাবটি দাঁত দিয়ে শোনেন না। এই যদি হয় দাঁতভাঙ্গা জবাবের অর্থ, এরূপ জবাব দেওয়ায় নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ আছে কি? বস্তুত ক্ষতি আছে, লাভ নেই।

সুতরাং, চলুন, আজ থেকে আমরা দাঁতভাঙা জবাব দেওয়া থেকে বিরত হই। কারণ, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝা ও তার যতœ নেয়া খুব  জরুরি। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়