শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০১৮, ০৪:০২ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০১৮, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাঁত থাকতে দাঁতের মূল্য বুঝুন : দাঁতভাঙা জবাব না দিন!

মাসুদ রানা, লন্ডন, ইংল্যান্ড থেকে

বাঙালি নাকি দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না। হতে পারে। কিন্তু বচনে দাঁতের ব্যবহার বাঙালি বেশ ব্যাপকভাবেই করে থাকে। যেমন, ‘দাঁতভাঙ্গা জবাব’Ñ বলে একটা কথা আছে বাংলায়। কথাটার নিঃসন্দেহে রূপক অর্থে ব্যবহৃত। কিন্তু এই রূপকেরও একটি যৌক্তিক অর্থ থাকা চাই। আমরা কি ভেবে দেখেছি, আসলে এর অর্থ কী? দাঁতভাঙ্গা জবাবের একটি অর্থ হতে পাওে যে, যাকে জবাব দেওয়া হবে, জবাব শুনে তার দাঁত  ভেঙে যাবে। কিন্তু বিষয়টি কি আদৌ যৌক্তিক? জবাব যিনি শ্রবণ করবেন, তাতে ভাঙার কিছু থাকলে সেটি তার কানে হতে পারে, দাঁতে হয় কী করে? লোকেরা কি দাঁত দিয়ে শোনে? নিশ্চয় নয়। ফলে, এই অর্থ গ্রহণযোগ্য নয়।

দ্বিতীয় অর্থ হতে পারে, যিনি জবাব দেবেন, সেটি এমনই কঠিন যে, তা বলতে গিয়ে তার দাঁত ভেঙে যাবে। যেমন, অনেকে বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে ব্যবহৃত শব্দ ও বাক্য পাঠ এতোই কঠিন যে, উচ্চারণ করতে গেলে দাঁত ভেঙে যাওয়ার উপক্রম হয়। এটিও একটি রূপক এবং এর যুক্তি আছে। কারণ, উচ্চারণ করতে দাঁতের ব্যবহার করতে হয়। ফলে, এখানে যুক্তি আছে।

তো, আমরা দেখছি, দাঁত ভাঙা জবাব যিনি দেন, তিনি যেহেতু দাঁত ব্যবহার করে জবাব দেন, তাই দাঁতটা তারই ভাঙ্গে। যিনি জবাব শুনেন, তার দাঁত ভাঙতে পারে না। কারণ, তিনি জবাবটি দাঁত দিয়ে শোনেন না। এই যদি হয় দাঁতভাঙ্গা জবাবের অর্থ, এরূপ জবাব দেওয়ায় নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ আছে কি? বস্তুত ক্ষতি আছে, লাভ নেই।

সুতরাং, চলুন, আজ থেকে আমরা দাঁতভাঙা জবাব দেওয়া থেকে বিরত হই। কারণ, দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝা ও তার যতœ নেয়া খুব  জরুরি। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়