শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৮, ০৭:০৮ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৮, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদে আস্থা ভোটে পার পেতে পক্ষত্যাগীদের কাছে টানছেন রাজাপাকসে

এ.আর.ফারুকী: শ্রীলংকার নবনিযুক্ত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে সংসদে তার পক্ষ ভারী করার জন্য তামিল ন্যাশনাল অ্যালায়েন্সর পক্ষত্যাগী সাংসদদের কাছে টানছেন। সেই দলের সাংসদ ভিলেনথিরিয়ানেকে মন্ত্রীত্বও প্রদান করা হয়েছে। এদিকে শ্রীলংকার প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার অবসানে নভেম্বরের ৭ তারিখে সংসদ অধিবেশন ডেকেছেন।

রাজাপাকসে দাবি করেছেন সংখ্যাগরিষ্ঠতা প্রমানের জন্য যথেষ্ঠ সাংসদ তাদের রয়েছ। এদিকে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দলের ৫ সাংসদ পক্ষত্যাগ করেছেন। সংসদের এই বিরতিকে দেখা হচ্ছে রাজাপাকসেকে সুবিধা প্রদানের উপায় হিসাবে। যাতে তিনি পক্ষত্যাগী সাংসদদের নিজের দিকে টানতে পারেন। কিছুদিন আগে তামিল সাংসদ ভিলেনথিরিয়ানে তার দল ত্যাগ করে রাজাপাকসের সাথে যোগ দিয়েছেন। প্রতিদানে ভিলেনথিরিয়ানেকে পূর্বাঞ্চলীয় উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী করা হয়েছে। রাজাপাকসে-সিরিসেনার দলে ২২৫ জনের সংসদে ৯৬ জন সাংসদ আছেন। তবে সংখ্যা গরিষ্ঠতার জন্য আরও ১৭ জন সাংসদ দরকার।
বিক্রমাসিংহের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি জানিয়েছে, তারা নবনিযুক্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে। পার্র্টির নেতা লক্ষণ কিরিয়েলা জানান, সংসদের মহাসচিব এই অনাস্থা প্রস্তাবের ব্যাপারে অবহিত আছেন।

এদিকে সংসদের স্পিকার কেরু জয়সুরিয়া বলেছের, সিরিসেনা ৭ নভেম্বর আইনসভার অধিবেশন ডাকতে সম্মত হয়েছেন। বিক্রমাসিংহের জায়গায় রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিয়োগের ফলে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার মাঝে এটি এক নতুন চমক। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়