শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০১৮, ০৪:০২ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০১৮, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইলে ডেকে নিয়ে ছাত্রলীগ কর্মীকে খুন!

সারাবাংলা: সিলেট নগরীতে ফোনে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হোসেন আল জাহিদ (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে খুন করা হয়েছে। ফুটবল খেলা থেকে দ্বন্দ্বের জেরে জাহিদ খুন হন বলে জানিয়েছে তার স্বজনরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর তিব্বিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।

মৃত জাহিদ উপশহরের তেররতন এলাকার ব্যবসায়ী আবুল কালামের ছেলে ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিম গ্রুপের একজন কর্মী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে স্থানীয় তিব্বিয়া কলেজের ফটকের সামনে ছাত্রলীগের জাকারিয়া মাহমুদ ও সুমন গ্রুপের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন সুমন গ্রুপের কর্মী জাহিদসহ পাঁচজন। তাদের মধ্যে জাহিদকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, জাহিদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পর থেকে উপশহর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়