শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০১৮, ০৫:৪৭ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৮, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এথেন্স বিরুদ্ধে বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক: বেনফিকার বিপক্ষে জিতে চ্যাম্পিয়নস লিগ শুরু করা বায়ার্ন দ্বিতীয় ম্যাচে আয়াক্সের সঙ্গে ড্র করে। গ্রিক ক্লাবের দারুণ প্রতিরোধ ভেঙে আবার তারা জয়ে ফিরল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে এক নম্বরে উঠেছিল বুূন্দসলিগা চ্যাম্পিয়নরা। কিন্তু বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে তাদের নামিয়ে আবার শীর্ষে উঠেছে আয়াক্স আমস্টারডাম। তারাও ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট পেয়েছে। প্রথমার্ধে বায়ার্ন হোঁচট খায় প্রতিপক্ষের গোলপোস্টের নিচে। ১১ মিনিটে রবার্ট লেভানদস্কি ও ১৮ মিনিটে ম্যাটস হামেলসের শট ঠেকান গোলরক্ষক ভ্যাসিলিওস বারকাস।

বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ারকে প্রথম পরীক্ষা দিতে হয় ২৯ মিনিটে। মান্তালোসের চেষ্টা রুখতে খুব বেশি কষ্ট করতে হয়নি অভিজ্ঞ এই জার্মান গোলরক্ষককে। দুই মিনিট পরই হামেস রোদ্রিগেসকে রুখে দিয়ে বায়ার্নকে হতাশ করেন বারকাস। ৩২ ও ৩৮ মিনিটে লেভানদস্কি ও জিনাবরি সুযোগ নষ্ট করলে প্রথমার্ধে গোলশূণ্য থাকে অতিথিরা।

বিরতির পর ফিরে দুটি ভালো সুযোগ কাজে লাগাতে পারেনি এথেন্স। ৫২ মিনিটে বাকাসেতাসের শট চলে যায় গোলবারের পাশ দিয়ে। ফ্রি কিক থেকে ৬ মিনিট পর দূরের পোস্টে বাইসাইকেল কিক নেন ক্লনারিদিস, অল্পের জন্য লক্ষ্যভেদ করেনি তার শট। বারবার লক্ষ্যভেদে ব্যর্থ হওয়া বায়ার্ন এগিয়ে যায় ৬১ মিনিটে। কর্নার থেকে হামেলসের বাড়িয়ে দেওয়া বলে শট নেন আরিয়েন রবেন, কিন্তু ডাচ তারকার শট প্রতিহত করলে ফিরতি ভলিতে গোলমুখ খোলেন জাভি মার্তিনেজ।

দুই মিনিট পরই রাফিনহার অ্যাসিস্টে খালি জালে বল পাঠান লেভানদস্কি। মাত্র ৩ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ইনজুরি সময়ের প্রথম মিনিটে আরেকবার বারকাস রুখে দেন বায়ার্নকে। তাতে টানা তিন ম্যাচ হারলেও তৃতীয়বার ৩-০ গোলে হার এড়ায় এথেন্স। এদিকে দিনের আরেক ম্যাচে চ্যাম্পিয়নস লিগে টানা দ্বিতীয় ড্র করেছে ভ্যালেন্সিয়া। স্প্যানিশ ক্লাবটি এগিয়ে গেলেও ইয়ং বয়েসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। এনিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা চতুর্থ ড্র করল ভ্যালেন্সিয়া। ‘এইচ’ গ্রুপে ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়