শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৮, ১০:১৪ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০১৮, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে আমন ধানের বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

ফরহাদ আমিনি, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে চলতি মৌসুমে ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০ হাজার ৮৭০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির রোপা আমন ধানের চাষাবাদে ফসল ভাল হয়েছে। বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আমন ধান কাটা শুরুর মধ্য দিয়ে কৃষকদের আমন উৎসব শুরু হয়েছে।

টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ৬ হাজার ৭২৪ হেক্টর, হ্নীলা ইউনিয়নে ১ হাজার ৩৫৫ হেক্টর, টেকনাফ সদর ইউনিয়নে ৯০৫ হেক্টর, সাবরাং ইউনিয়নে ৭১৬ হেক্টর, বাহারছড়া ইউনিয়নে ১ হাজার ১০০ হেক্টর, সেন্টমার্টিন ইউনিয়নে ৬০ হেক্টর, পৌরসভায় ১০ হেক্টরসহ মোট ১০ হাজার ৮৭০ হেক্টর জমিতে উফশীজাত বিআর-২৩, ব্রি ধান-৩২, ব্রি ধান-৩৩, ব্রি ধান-৩৯, ব্রি ধান-৪১, ব্রি ধান-৪৪, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫২, ব্রি ধান-৫৪, ব্রি ধান-৫৬, ব্রি ধান-৬২, ব্রি ধান-৭৩, ব্রি ধান-৭৬ , বিনা-৭, পাইজাম, ১৬টি প্রজাতির মধ্যে মোট ৯৬২০ হেক্টর, হাইব্রিড প্রজাতির মধ্যে এরাইজ গোল্ড, স্থানীয় প্রজাতির মধ্যে লেমব্রু, বিন্নি, লালপাজাম, নুনাস প্রজাতির চলতি মৌসুমে ধানের চাষাবাদ করা হয়।

এ বিষয়ে বাহারছড়া কচ্ছপিয়ার এলাকার কৃষক সৈয়দ আলম বলেন, “আমি ব্রি-৩৩ প্রজাতির ধান ৮ কানিতে চাষাবাদ করেছি। ফলন ভাল হয়েছে এবার বাজারজাত ভাল পাব। আমার ধান কাটা শুরু করেছি। আমার প্রতিবেশীরা ১০/১২ দিন পর ধান কাটবে।”

একই ইউনিয়নের মারিশবনিয়া কৃষক আব্দুর রহমান বলেন, “আমি ব্রি-৩৩ প্রজাতির ধান ৫ কানি জমিতে চাষ করেছি। খুব ভাল ফলন দেখা দিয়েছে। কয়েকদিনের মধ্যে ধান কাটা শুরু করব।”

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উপজেলা কৃষি অফিসের সার্বিক তদারকিতে যথাসময়ে সার পাওয়া, কীটনাশকের যথাযথ ব্যবহার ও উন্নত প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির জন্য ভাল ফলন হয়েছে। এবার বাজারও ভালো, আবহাওয়াও অনুকূলে রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট সকলের সার্বিক সহোগিতায় এবং আন্তরিকতায় টেকনাফে আশাতীত আমন ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়