Skip to main content

মাহির আনন্দ অশ্রুতে জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক : গতকাল থেকে ঢাকার আদূরে শুরু হয়েছে মোস্তাফিজুর রহমান পরিচালিত সিনেমা আনন্দ অশ্রুর শুটিং। ছবিটি এর আগে গত বছরের শুরুতে মানিকগঞ্জে হয়েছিল। সেখানে সাইমন-মাহি বেশকিছু কাজ শেষ করেন। এবার নতুন করে এই ছবিতে মাহির বিপরীতে যুক্ত হলেন জয় চৌধুরী। জয় চৌধুরী বলেন,‘আমরা গতকাল থেকে আশুলিয়ার একটি কলেজে শুটিং করছি। এখানে টানা শুটিং চলবে ২০ তারিখ পর্যন্ত। শহরের একটি অংশের দৃশ্যধারণ করা হচ্ছে এখানে। এই ছবিতে আমার সাথে সাইমন সাদিক ও মাহি অভিনয় করছেন। ছবিটিতে তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে জয় চৌধুরী বলেন, ‘আমি সবসময় দর্শকদের ভিন্নভিন্ন চরিত্রে কাজ দেখাতে চাই। এর আগের ছবিগুলোতে দর্শক আমাকে যেভাবে দেখছেন তার চেয়ে ভিন্নভাবে এই ছবিতে দেখবেন। তবে এই ছবিতে আমাকে তিনটি চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। আর ছবিটির গল্পটাও অনেক সুন্দর যা দর্শকরা গ্রহণ করবেন। আমি আশাকরি দর্শকরা একটি ভালো ছবি পেতে যাচ্ছেন। ‘দুই নয়নের আলো’ খ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘গত বছরের শুরুতে ছবিটি আমরা শুরু করেছিলাম। এরপর আমার অন্য একটি ছবি ‘জান্নাত’ নিয়ে বেশ ব্যস্ত থাকায় এই ছবিটির কাজ শুরু করতে সময় লাগলো। আমরা খুব দ্রুতই ছবিটির কাজ শেষ করে ফেলব। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এর আগে নির্মাণ করেন ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘মন ছুঁয়েছে মন’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘চুপি চুপি প্রেম’, ‘এমনও তো প্রেম হয়’। গত ঈদে মুক্তি পায় তার ছবি ‘জান্নাত’।