শিরোনাম
◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাহির আনন্দ অশ্রুতে জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক : গতকাল থেকে ঢাকার আদূরে শুরু হয়েছে মোস্তাফিজুর রহমান পরিচালিত সিনেমা আনন্দ অশ্রুর শুটিং। ছবিটি এর আগে গত বছরের শুরুতে মানিকগঞ্জে হয়েছিল। সেখানে সাইমন-মাহি বেশকিছু কাজ শেষ করেন। এবার নতুন করে এই ছবিতে মাহির বিপরীতে যুক্ত হলেন জয় চৌধুরী।

জয় চৌধুরী বলেন,‘আমরা গতকাল থেকে আশুলিয়ার একটি কলেজে শুটিং করছি। এখানে টানা শুটিং চলবে ২০ তারিখ পর্যন্ত। শহরের একটি অংশের দৃশ্যধারণ করা হচ্ছে এখানে। এই ছবিতে আমার সাথে সাইমন সাদিক ও মাহি অভিনয় করছেন।
ছবিটিতে তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে জয় চৌধুরী বলেন, ‘আমি সবসময় দর্শকদের ভিন্নভিন্ন চরিত্রে কাজ দেখাতে চাই। এর আগের ছবিগুলোতে দর্শক আমাকে যেভাবে দেখছেন তার চেয়ে ভিন্নভাবে এই ছবিতে দেখবেন। তবে এই ছবিতে আমাকে তিনটি চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। আর ছবিটির গল্পটাও অনেক সুন্দর যা দর্শকরা গ্রহণ করবেন। আমি আশাকরি দর্শকরা একটি ভালো ছবি পেতে যাচ্ছেন।

‘দুই নয়নের আলো’ খ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘গত বছরের শুরুতে ছবিটি আমরা শুরু করেছিলাম। এরপর আমার অন্য একটি ছবি ‘জান্নাত’ নিয়ে বেশ ব্যস্ত থাকায় এই ছবিটির কাজ শুরু করতে সময় লাগলো। আমরা খুব দ্রুতই ছবিটির কাজ শেষ করে ফেলব।

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এর আগে নির্মাণ করেন ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘মন ছুঁয়েছে মন’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘চুপি চুপি প্রেম’, ‘এমনও তো প্রেম হয়’। গত ঈদে মুক্তি পায় তার ছবি ‘জান্নাত’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়