শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০১৮, ০২:৩৯ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই শর্ত না মানায় জাতীয় ঐক্যফ্রন্টে যাবে না বিকল্পধারা, মন খুন্ন বি চৌধুরীর

শিহাবুল ইসলাম: দুই শর্ত না মানায় বিকল্পধারা বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্টে যাবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী। শর্ত দুইটি হল প্রত্যাক্ষ বা প্ররোক্ষ ভাবে কোনো স্বাধীনতা বিরোধী ঐক্যের সাথে থাকা চলবে না, জাতীয় সংসদে ভারসাম্য ও স্বেচ্ছাচারমুক্ত হতে হবে। এজন্য বিএনপিকে ১৫০ আসন ছাড় দিতে হবে। এছাড়া বিকল্পধারাকে বাদ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করায় মনখুন্ন হয়েছে বি চৌধুরীর।

শনিবার সন্ধ্যা সা‌ড়ে ৬টায় বারিধারার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বি চৌধুরী ও তার দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বি চৌধুরী বলেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের সঙ্গ ত্যাগ না করায় এবং জাতীয় সংসদে ভারসাম্যের ভিত্তিতে স্বেচ্ছাচারমুক্ত বাংলাদেশ গড়ার ব্যাপারে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত, বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর জন্য কোনো চক্রান্তের সঙ্গে বিকল্পধারা সম্পৃক্ত হবে না। বিএনপি ও ড. কামাল হোসেন আমাদের দুটি দাবি মানলে আমরা ঐক্য প্রক্রিয়ায়র সাথে আছি।

তিনি বলেন, ভারসাম্যের রাজনীতি ছাড়া স্বেচ্ছাচার মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে না। তাই ভারসাম্যের রাজনীতির কথা বলছি। এবং স্বাধীনতা বিরোধীদের ছেড়ে আসতে হবে।

একই সংবাদ সম্মেলনে মাহি বি চৌধুরী বলেন, আমরা এখনও জাতীয় ঐক্যের সঙ্গে আছি। ঐক্য প্রক্রিয়াকে নষ্ট করতে একটি চক্র কাজ করছে। বিএনপিকে এককভাবে ক্ষমতায় বসানোর চক্রান্তের রাজনীতিতে আমরা নেই। যারা মুক্তিযুদ্ধের শক্তির বাইরে, মহান স্বাধীনতা বিরোধী তারা এখনো বিএনপির সঙ্গে আছে। তাদের বাদ দিয়ে আসতে হবে, পরিষ্কার কথা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বিকল্পধারার নেতা মাহবুব আলী, ব্যা‌রিস্টার ওমর ফারুক, হা‌ফিজুর রহমান ঝান্টু, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, বিএম নিজাম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়