শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৭ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চীন-পাকিস্তান সম্পর্ক নষ্টের পরিকল্পনা কখনোই মেনে নেওয়া হবে না’

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক নষ্টের কোনো পরিকল্পনা কখনোই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই। মঙ্গলবার জাতিসংঘের ৭৩তম অধিবেশনের পাশাপাশি একটি দ্বিপাক্ষিক বৈঠকে পাকিস্তানের সাথে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে সমালোচনা বন্ধ করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে এ কথা বলেন তিনি।

বৈঠক প্রসঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চীন-পাকিস্তানের সম্পর্ক কোনো ধরনের ষড়যন্ত্রের কারণে নষ্ট হবে না। বাণিজ্যে প্রসার ও দরিদ্রতা দূরীকরণে দুই দেশের মধ্যে অর্থনৈতিক করিডর নির্মাণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বলেও তিনি ওয়াং জানান। এসময় কোরেশি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই পরিবর্তন হবে না। এছাড়াও অর্থনৈতিক করিডরের ওপর জোর দিয়ে তিনি এ প্রকল্পটিকে যাবতীয় সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর নির্মাণে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং চীন থেকে ইউরেশিয়া পর্যন্ত বন্দর, রেলওয়ে, বেশকিছু জরুরি সড়ক ও শক্তিকেন্দ্রসহ আনুষঙ্গিক প্রকল্প নিমার্ণের জন্য ৫৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেয়ার প্রতিশ্রুতি দেন। এর আগে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নেওয়া ঋণের অর্থ পরিশোধ করতে না পারায় তা মওকুফের জন্য আবেদন করেন। এ বিষয়ে চীনকে যদি পাকিস্তান ঋণ পরিশোধ করতে পারে, সেক্ষেত্রে আইএমএফকে কেন পারবে না তা নিয়ে গত জুলাইয়ে প্রশ্ন তোলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়