শিরোনাম
◈ কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, আমার কাছে ‘নাম ও কণ্ঠ রেকর্ড আছে’ : জামায়াতের নায়েবে আমীর ◈ রাজনী‌তির ময়দা‌নে আ‌লোচনা তু‌ঙ্গে, বাংলাদেশে সেফ এক্সিট কারা নিয়েছিলেন? ◈ বিমান নিরাপত্তায় বাংলাদেশে ঐতিহাসিক অগ্রগতি, নিন্দা থেকে প্রশংসায় বাংলাদেশ ◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না ◈ বিশ্বকাপের আগে জাপানের কাছে হারলো ব্রাজিল  ◈ সিঙ্গাপুরের কাছে হে‌রে গে‌লো ভারত, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পথ আরও কঠিন হল সুনীলদের ◈ জুলাই সনদ চূড়ান্ত, যেসব বিষয়ে একমত বা ভিন্নমত রাজনৈতিক দলগুলোর

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫২ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি উদ্যোক্তা রাজীব আহমেদকে ফেলোশিপ প্রদান করেছে ফেসবুক কর্তৃপক্ষ

ডেস্ক রিপোর্ট : কমিউনিটি লিডারশিপ প্রোগ্রামের আওতায় বাংলাদেশি উদ্যোক্তা রাজীব আহমেদকে ফেলোশিপ প্রদান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। রোববার পাঁচ নির্বাচিত কমিউনিটি লিডারও বিভিন্ন দেশের ১০০ জন ফেলো ও তরুণ। অংশগ্রহণকারী নির্বাচন করেছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন রাজীব আহমেদ। ফেসবুকের কর্মসূচিটির ওয়েবপেজে এ ঘোষণা দেওয়া হয়েছে। ‘সার্চ ইংলিশ’ নামের ফেসবুক গ্রুপ প্রতিষ্ঠার জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার রাজীব আহমেদ বলেন, ‘ফেসবুকের কমিউনিটি লিডারশিপ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে সামাজিক বিভিন্ন উদ্বেগ কমানো থেকে শুরু করে সামাজিক বিভিন্ন সমম্যা সমাধানে উৎসাহ দেওয়া। আমাদের সার্চ ইংলিশ গ্রুপের লক্ষ্য যারা ইংরেজিতে দুর্বল তাদের দক্ষ করে তোলা’।

কমিউনিটির লক্ষ্য পূরণের জন্য ৫০ হাজার ডলার পর্যন্ত অর্থ সাহায্য পেতে পারেন রাজীব আহমেদ। তবে তার জন্য পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। রাজীব বলেন, ‘আমরা কী কী করব ও কী কী করতে চাই, তা জানাতে হবে। এর জন্য আমাকে যুক্তরাষ্ট্রে যেতে হবে, তাদের সঙ্গে বসতে হবে। তারপর আমাদের পরিকল্পনা দেখে ফেসবুক কর্তৃপক্ষ অর্থ প্রদান করবে। এই টাকাটা আমাকে দিচ্ছে না। এই টাকা আমাদের কমিউনিটির বিভিন্ন উদ্যোগ ও সচেতনতামূলক কাজে ব্যয় করার জন্য দেওয়া হবে।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম লিডারশিপ প্রোগ্রামের ঘোষণা দেয় ফেসবুক। গতকাল মঙ্গলবার ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, তারা গোটা বিশ্ব থেকে ছয় হাজার আবেদন পেয়েছিল।

এর আগে গত বছরের অক্টোবরে ‘সার্চ ইংলিশ’ নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছিল ফেসবুক।

২০১৬ সালের জুলাইয়ে ‘সার্চ ইংলিশ’ গ্রুপটি চালু করেন রাজীব আহমেদ। গ্রুপ সম্পর্কে বলেন, বর্তমান সদস্য সংখ্যা ১৫ লাখ ৮৫ হাজার। এদের মধ্যে ১২ লাখক বাংলাদেশি। ঢাকার ব্যবহারকারী ৫ লাখ, বাকিরা ঢাকার বাইরের।   রাহিতুল ইসলাম, ঢাকা/ প্রথম আলো থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়